Raiganj Municipality: পুজোর আগেই কর্মবিরতিতে যেতে চলছেন পুরসভার সাফাইকর্মীরা, নাজেহাল অবস্থা শহরের

রায়গঞ্জ শহরে ভিক্ষা সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে শহরের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের থেকে ভিক্ষা সংগ্রহ করেন বিজেপির নেতাকর্মীরা। পাশাপাশি রায়গঞ্জের বিধায়কের কার্যালয়ের সামনে রাস্তায় বসে প্রতীকী ভিক্ষা সংগ্রহ করেন আন্দোলনকারীরা।

Raiganj Municipality: পুজোর আগেই কর্মবিরতিতে যেতে চলছেন পুরসভার সাফাইকর্মীরা, নাজেহাল অবস্থা শহরের
উত্তর দিনাজপুরে বিজেপিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 20, 2025 | 5:30 PM

রায়গঞ্জ: পুজোর আগে বেতন না পেয়ে কর্মবিরতিতে রায়গঞ্জের সাফাইকর্মীরা। যার জেরে আবর্জনার স্তুপে রায়গঞ্জ শহর। নোংরা আবর্জনায় নাজেহাল শহরবাসী। আর এরই প্রতিবাদে এবার জোড়াল আন্দোলনে নামলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি।

রায়গঞ্জ শহরে ভিক্ষা সংগ্রহ অভিযানের মধ্য দিয়ে শহরের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের থেকে ভিক্ষা সংগ্রহ করেন বিজেপির নেতাকর্মীরা। পাশাপাশি রায়গঞ্জের বিধায়কের কার্যালয়ের সামনে রাস্তায় বসে প্রতীকী ভিক্ষা সংগ্রহ করেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী দাবি, পুজোর আগে বেতন পাচ্ছেন না সাফাইকর্মীরা। পেনশন দেওয়া হচ্ছে না। ঠিকাদারদের পেমেন্ট বন্ধ, যার জেরে রুল জারি করেছে হাইকোর্ট। সব মিলিয়ে পুজোর আগে রায়গঞ্জ শহর নোংরা আবর্জনার দখলে চলে গিয়েছে। ভিক্ষা করে সংগ্রহ করা অর্থ মানি অর্ডার করে পৌরসভাকে দেওয়া হবে বলে জানান তিনি।

যদিও সাফাইকর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না এ প্রসঙ্গে পুর প্রশাসক মণ্ডলীর সদস্য প্রদীপ কল্যাণী জানিয়েছেন, বিশ্বজিৎ প্রচারে আসার জন্য এসব করছেন। কিন্তু পৌরসভার খরচ কত সেটা উনি জানেন না। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।