Raghu Dakat: আচমকা শহর থেকে সরিয়ে ফেলা হল দেবের রঘু ডাকাতের পোস্টার, জানাজানি হতেই…

Raiganj: 'রঘু ডাকাতের' প্রোমোশনের পোস্টার খুলে দিয়ে বিতর্কে জড়ালো রায়গঞ্জ পুরসভা। সুপার স্টার দেবের বাংলা সিনেমা রঘু ডাকাতের প্রোমোশনের জন্য রায়গঞ্জ শহরে দেওয়া হয়েছিল পোস্টার।

Raghu Dakat: আচমকা শহর থেকে সরিয়ে ফেলা হল দেবের রঘু ডাকাতের পোস্টার, জানাজানি হতেই...
রঘু ডাকাতImage Credit source: Facebook of DEV

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 06, 2025 | 8:16 PM

রায়গঞ্জ: আসছে দেবের নতুন বাংলা সিনেমা ‘রঘু ডাকাত’। শনিবার মুক্তি পেয়েছে এই সিনেমার দ্বিতীয় গান। ইতিমধ্যেই এই সিনেমার পুরো টিম নিজেদের ছবির প্রচারের জন্য ঘুরছে জেলায়-জেলায়। তবে তার মধ্যেই তৈরি হল বিতর্ক। ‘রঘু ডাকাতের’ প্রোমোশনের পোস্টার খুলে দিয়ে বিতর্কে জড়ালো রায়গঞ্জ পুরসভা। সুপার স্টার দেবের বাংলা সিনেমা রঘু ডাকাতের প্রোমোশনের জন্য রায়গঞ্জ শহরে দেওয়া হয়েছিল পোস্টার।

রবিবার বিকেলে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের মাঠে সিনেমার প্রোমোশনের জন্য আসবেন দেবের সঙ্গে টিম রঘু ডাকাত। আর শনিবার আচমকাই শহরের বিভিন্ন জায়গা থেকে পোস্টার ব্যানার খুলে নেয় রায়গঞ্জ পুরসভা। আর তাতেই ক্ষোভ তৈরি হয় দেব ফ্যানেদের মধ্যে।

শনিবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় চত্বরে স্লোগান তুলে বিক্ষোভ দেখায় তৃণমুল ছাত্র পরিষদ। তাঁদের দাবি, দেব একজন সুপারস্টার। সেইসঙ্গে তিনি তৃণমুল কংগ্রেসেরই সাংসদ। আর রায়গঞ্জ পুরসভাতেও প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন তৃণমূলেরই জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস। তাই উদ্দ্যেশ্য প্রণোদিতভাবেই এ কাজ করা হয়েছে বলে টিএমসিপির অভিযোগ। যদিও, অনুমতি বিহীন সমস্ত পোস্টার ব্যানার খোলা এটা পৌর আইন অনুযায়ী পদক্ষেপ, আর এক্ষেত্রেও সেটাই হয়েছে বলে দাবি করেছেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। তবে বিতর্ক শুরু হতেই তড়িঘড়ি সেই খুলে দেওয়া ব্যানার পুররায় আগের জায়গাতেই লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে রায়গঞ্জ পুরসভা।

প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, “আমি লাইসেন্স সেকশন থেকে জানলাম, যে পোস্টারগুলির আকৃতি অনেক বড় ছিল। আর তার জন্য সাধারণ মানুষের যাতায়াত অসুবিধা হয়েছে। ডিভাইডারে লাগানো হয়েছে। এটাতে তো দুর্ঘটনা হবে। আর পুরসভাকে না জানিয়ে এই পোস্টার লাগানো হয়েছিল। সেই কারণেই সরানো হয়েছে।” টিএমসিপি নেতা শেখর মণ্ডল বলেন, “আমাদের অনেক ভাইবোন বলল দেবদার ব্যানার খুলে দেওয়া হয়েছে। কেন পুরসভা এমন কাজ করল?”