AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North Dinajpur: নকল সার বেচা নিয়ে বচসা, হঠাৎ চলল এলোপাথাড়ি গুলি

North Dinajpur: পুলিশ চলে যেতেই এলাকায় একদল দুস্কৃতী এসে এলোপাথাড়ি ছড়রা গুলি চালাতে শুরু করে।

North Dinajpur: নকল সার বেচা নিয়ে বচসা, হঠাৎ চলল এলোপাথাড়ি গুলি
বচসার জেরে চলল গুলি (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Dec 14, 2021 | 6:13 PM
Share

উত্তর দিনাজপুর: সারের দোকানে চলছিল ক্রেতা-বিক্রেতার বচসা। এরপর হঠাৎ চলল গুলি। আহত বেশ কয়েকজন। ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

ঘটনাস্থান চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মালিগাঁও বাজার। আজ দুপুর নাগাদ একটি সারের দোকানে নকল সার বেচাকে কেন্দ্র করে এক ক্রেতার সঙ্গে বচসা বাধে এক ব্যক্তির। যার কারণে ক্রেতা-বিক্রেতার মধ্যে তীব্র বচসা শুরু হয়। সেই বচসা গিয়ে পৌঁছায় মারপিটে। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঘটনার রেশ যে তখনও কাটেনি তা বুঝে ওঠা যায়নি।

এরপর পুলিশ চলে যেতেই এলাকায় একদল দুস্কৃতী এসে এলোপাথাড়ি ছড়রা গুলি করতে শুরু করে বলে অভিযোগ। যার কারণে বাজারের কিছু ব্যবসায়ী ও সাধারণ মানুষদের অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। এখনো পর্যন্ত চারজনকে চোপড়ার দলুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা চিকিৎসাধীন।

আহত একব্যক্তি বলেন, “মারামারি হচ্ছিল। সেই দেখতে আমি এলাকায় যাই। তখন হঠাৎ গুলি চলতে শুরু করল। আমরা সবাই পালিয়ে যাচ্ছিলাম। সেই সময় কোথা থেকে যে আমার গায়ে গুলি এসে লাগল বলতে পারব না।”

এছাড়া আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ বলে জানা গিয়েছে। আবারো এলাকায় পৌঁছায় পুলিশ। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে তাঁরা। কিন্তু অভিযোগ ওই দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায়। এলাকায় এখনো উত্তেজনা আছে।

এদিকে, গতকাল কলকাতায়ও গুলি চলার খবর সামনে এসেছে। রিজেন্ট পার্ক থানার তেঁতুলতলা এলাকায় গুলি চলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলিবিদ্ধ হয়েছেন দুই যুবক। এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন তাঁরা। গুলিবিদ্ধ দুই যুবকের নাম পঙ্কজ সাহা ও অভিজিত্ মল্লিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ভোর পৌনে পাঁচটা নাগাদ গুলি চলে রিজেন্ট পার্ক এলাকায়। হাসপাতালে যাওয়ার আগে গুলিবিদ্ধ যুবক পেশায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী পঙ্কজ জানিয়েছেন, তিনি সকালে লরি থেকে বালি খালি করাচ্ছিলেন। রাস্তার ধারেই দাঁড়িয়ে ছিলেন তিনি। কিছুটা দূরেই ছিলেন তাঁর বন্ধু অভিজিত্ মল্লিক। অভিযোগ, ভাস্কর ভট্টাচার্য নামে এলাকারই এই যুবক তাঁর দলবল নিয়ে বাইকে ওই এলাকায় হয়। কাজ নিয়েই তাঁদের মধ্যে বচসা হয়। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই ভাস্কর পকেট থেকে বন্দুক বার করে পঙ্কজের পেটে গুলি চালিয়ে দেন।

আরও পড়ুন: Narendra Modi: ‘স্বাধীনতার ইতিহাসে আধ্যাত্মিক গুরুরা যতটা গুরুত্ব প্রাপ্য, তা পাননি’, সদগুরুর স্মৃতিচারণায় প্রধানমন্ত্রী