ডালখোলা: খুলে গেল চলন্ত ট্রেনের বগি। গুয়াহাটি থেকে জম্মুতাওয়াইয়ের দিক যাচ্ছিল লোহিত এক্সপ্রেস (Lohit Express)। সেই সময়েই উত্তর দিনাজপুরের ডালখোলা ও সূর্যকমল স্টেশনের মাঝে হঠাৎ ট্রেনের একটি বগি খুলে যায় বলে জানা যাচ্ছে। আর তা নিয়ে যাত্রীদের একাংশের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই বিপত্তিতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই রেল সূত্রে খবর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এদিন বিকেল প্রায় চারটে নাগাদ ঘটনাটি ঘটে। ডাউন লোহিত এক্সপ্রেস ডালখোলা স্টেশন পেরিয়ে সূর্যকমল স্টেশনের দিকে যাচ্ছিল। সেই সময়েই হঠাৎ ট্রেনের কয়েকটি বগি লোহিত এক্সপ্রেস থেকে আলাদা হয়ে যায়।
স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে, ওই বগিগুলি আলাদা হয়ে যাওয়ার বিষয়টি প্রথমে রেল টের পায়নি। ট্রেনের ইঞ্জিন বাকি বগিগুলিকে নিয়ে অনেকটা এগিয়ে যায়। তারপর খবর পেয়ে রেলের কর্মীরা ঘটনাস্থলে যান এবং অন্য একটি ইঞ্জিন দিয়ে লোহিত এক্সপ্রেসের পড়ে থাকা বগিগুলিকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, প্রায় ঘণ্টাখানেক ডালখোলা ও সূর্যকমল স্টেশনের মাঝে থমকে ছিল বগিগুলি। তারপর বিকেল পাঁচটা নাগাদ সেগুলিকে আবার নিয়ে যাওয়া হয় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে।
উল্লেখ্য, যে ধরনের বিপত্তি ঘটেছিল, তাতে বড়সড় কোনও অঘটন হওয়ার আশঙ্কা ছিল। তবে স্বস্তির বিষয়, তেমন কিছু ঘটেনি। কিন্তু বগিগুলি আলাদা হয়ে যাওয়ার পর, সেই বগিগুলির যাত্রীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অনেকেই ট্রেন থেকে নীচে নেমে গিয়ে গিয়েছিলেন। চিন্তিত হয়ে পড়েছিলেন অনেকে যাত্রী। তবে রেলের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং যুদ্ধকালীন তৎপরতায় অন্য একটি ইঞ্জিনের মাধ্যমে ওই বগিগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে মঙ্গলবারের বিকেলের এই বিপত্তির জেরে ডাউন লোহিত এক্সপ্রেস নির্ধারিত সময় সূচির থেকে বেশ কিছুটা দেরিতে চলছে।