Chopra Robbery: মন্দিরের পাহারায় সিভিক ভলেন্টিয়ার, দানপত্র লুঠ করে পিটিয়ে গেল চোরেরা

Rupak Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 01, 2023 | 1:57 PM

Chopra Robbery: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ ছয়জন দুষ্কৃতী মন্দিরে চুরি করতে যায়। সেই সময় ওই মন্দিরে পাহারায় ছিলেন দুই সিভিক ভলেন্টিয়ার।

Chopra Robbery: মন্দিরের পাহারায় সিভিক ভলেন্টিয়ার, দানপত্র লুঠ করে পিটিয়ে গেল চোরেরা
চোপড়ায় ডাকাতি (নিজস্ব চিত্র)

Follow Us

চোপড়া: এই কয়েকদিন আগের ঘটনা। উত্তর ২৪ পরগনার টিটাগড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। শুধু তাই নয়, ডাকাতিতে বাধা পেয়ে দুষ্কৃতীরা গুলিও চালায়। মৃত্যু হয় একজনের। সেই ঘটনার পর আবারও দুষ্কৃতী তাণ্ডব। তবে এবার আর ডাকাতি নয়। বড়সড় চুরি। ঘটনাস্থান উত্তর দিনাজপুরের চোপড়া। সেখানে সন্ন্যাসীতলা শিব মন্দিরে আগ্নেয়াস্ত্র হাতে ছয়জন দুষ্কৃতী চুরি করতে যায়। তাদের বাধা দিতে গিয়ে গুরুতর আহত এক সিভিক ভলেন্টিয়ার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে আগ্নেয়াস্ত্র-সহ ছয় জন দুষ্কৃতী মন্দিরে চুরি করতে যায়। সেই সময় ওই মন্দিরে পাহারায় ছিলেন দুই সিভিক ভলেন্টিয়ার। তাঁরাই দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু চোরেদের মারে গুরুতর জখম হন এক সিভিক ভলেন্টিয়ার। এরপর তারা মন্দিরের দু’টি দানপাত্র নিয়ে চম্পট দেয়। মন্দিরের কিছুটা দূরে গিয়ে সেই দানপাত্র থেকে টাকা পয়সা বের করে বাক্সগুলি ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এ দিকে, চুরির খবর পেয়ে রাতেই ওই সিভিক ভলেন্টিয়ারকে গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তবে তাঁর অবস্থা আরও খারাপ হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করেন কর্তব্যরত চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার সকালে সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article