
উত্তর দিনাজপুর: দুই মাস ব্যাপী জনসংযোগ যাত্রায় নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোচবিহার থেকে শুরু হওয়া সেই কর্মসূচি আজ উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলা পেরিয়ে দক্ষিণ দিনাজপুরে ঢুকল। উত্তর দিনাজপুর জেলা ছাড়ার আগে সেখানকার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিষেক। বিশাল এই কর্মসূচির অষ্টম দিনে এসে এই প্রথম কোনও জেলায় সাংগঠনিক বৈঠক ডাকলেন অভিষেক। স্বাভাবিকভাবেই এদিনের সাংগঠনিক বৈঠক থেকে কী বার্তা দেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড, সেই দিকে নজর ছিল সকলের। বিশেষ করে কালিয়াগঞ্জের সাম্প্রতিক ঘটনা পরম্পরার পর এদিনের বৈঠক আলাদা মাত্রা যোগ করেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কী কী বিষয় নিয়ে আলোচনা হল এদিনের বৈঠকে? তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে, মঙ্গলবার সকালের সাংগঠনিক বৈঠকে উঠে এসেছে কালিয়াগঞ্জের প্রসঙ্গ। সূত্রের খবর, দলীয় বৈঠকে অভিষেক বার্তা দিয়েছেন তৃণমূলের জেলাস্তরের নেতারা যাতে কালিয়াগঞ্জে যান এবং আরও বেশি সময় দেন সেখানে। কালিয়াগঞ্জ নিয়ে পাল্টা কর্মসূচিও নিতে চলেছে তৃণমূল। যেভাবে থানায় আগুন লাগানো হয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তার পাল্টা আন্দোলন গড়ে তোলার জন্য অভিষেক এদিনের বৈঠকে বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে। বিজেপি যে কী করছে, তা ছোট ছোট সভা করে আমজনতাকে বোঝানোর নির্দেশ দিয়েছেন তিনি।
এর পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গও এদিনের সাংগঠনিক বৈঠকে উঠে এসেছে বলে দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে। পঞ্চায়েত ভোটে যাতে কোনও অশান্তি না হয়, সেই বার্তাও দিয়েছেন অভিষেক। জানা যাচ্ছে বৈঠকে অভিষেক বলেছেন, পঞ্চায়েতে কোনও অশান্তি হবে না এবং সবাইকে এখন থেকেই দলীয় কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে কালিয়াগঞ্জের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। দিনের পর দিন যেভাবে এগিয়েছে ঘটনা পরম্পরা, তাতে এদিন জেলাস্তরের নেতাদের সঙ্গে অভিষেকের এই রূদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।