West Bengal Panchayat Elections 2023: গোয়ালপোখরে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, অভিযোগের তির কংগ্রেসের দিকে

Rupak Ghosh | Edited By: জয়দীপ দাস

Jul 09, 2023 | 12:07 AM

West Bengal Panchayat Elections 2023: অন্যদিকে তৃণমূল কর্মী সামসুল হকের বাড়ি সাহাপুর ২ গ্রাম পঞ্চায়েতের জাগিরবস্তীর নয়াহাট গ্রামে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা পরিবারে।

West Bengal Panchayat Elections 2023: গোয়ালপোখরে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, অভিযোগের তির কংগ্রেসের দিকে
ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

চাকুলিয়া: ভোট (Panchayat Election 2023) পর্বের শুরু থেকেই  দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। তবে সবথেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটল উত্তর দিনাজপুর (North Dinajpur)। হেমতাবাদ থেকে চাকুলিয়া, এদিন দিনভর উত্তপ্ত থেকেছে জেলার নানা প্রান্ত। এরইমধ্যে গোয়ালপোখর এক নম্বর ব্লকের সাহাপুর ২ গ্রাম পঞ্চায়েতের জাগির বস্তির নয়াহাট থেকে আরও এক ব্যক্তির দেহ উদ্ধার হল। এদিন রাতে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম সামসুল হক (৫৫)। এলাকায় তিনি তৃণমূল কর্মী বলে পরিচিত ছিলেন বলে জানা যাচ্ছে। তৃণমূলের অভিযোগ কংগ্রেস কর্মীরাই তাঁকে পিটিয়ে মেরেছে।

ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালের মর্গে নিয়ে এসেছে পুলিশ। সূত্রের খবর, এদিন বিকালে ওই এলাকায় দফায় সংঘর্ষ হয় তৃণমূল ও কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে। তাতেই মৃত্যু হয় মহম্মদ জামিরুদ্দিন নামে এক কংগ্রেস কর্মীর। এদিন বিকালেই তাঁর দেহ উদ্ধার হয়। যদিও কংগ্রেসের দাবি, তাঁর আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে ওই ঘটনায়। 

অন্যদিকে তৃণমূল কর্মী সামসুল হকের বাড়ি সাহাপুর ২ গ্রাম পঞ্চায়েতের জাগিরবস্তীর নয়াহাট গ্রামে। অন্যদিকে এদিনই আবার জেলার গিয়াশিলে পাটক্ষেতের ভিতর থেকে উদ্ধার হয় একজনের দেহ। মৃতের নাম নারায়ণ সরকার। যদিও তার রাজনৈতিক পরিচয় নিয়ে শুরুতে ধোঁয়াশা তৈরি হয়। যদিও ঘাসফুল শিবিরের দাবি, তিনি তৃণমূলের কর্মী বলেই এলাকায় পরিচিত ছিলেন। ২০১৩ সালে তিনি তৃণমূলের টিকিটে পঞ্চায়েতের প্রার্থীও হয়েছিলেন বলে খবর।

Next Article