WB Madhyamik Result: মাধ্যমিকে প্রথম হয়ে কী বলছে আদৃত? কী হতে চায়?

WB Madhyamik Result: ৭০ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হল। প্রথম দশে রয়েছে ৬৬ জন। এ বছর পাশের হার ৮৬.৫৬ শতাংশ।

WB Madhyamik Result: মাধ্যমিকে প্রথম হয়ে কী বলছে আদৃত? কী হতে চায়?
আদৃত সরকারImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 02, 2025 | 3:01 PM

রায়গঞ্জ: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হয়েছে রায়গঞ্জের আদৃত সরকার। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র সে। পেয়েছে ৬৯৬ নম্বর। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় সে। তবে ভবিষ্যতে অন্য কোনও বিষয়ে আগ্রহ বাড়লে তা নিয়েও পড়াশোনা করার কথা জানাল।

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক শুরুর পর থেকেই আদৃতের বাড়িতে একটা চাপা টেনশন ছিল। বরাবরই পড়াশোনায় ভাল আদৃত। আশা ছিল ভাল ফল করবে। মেধা তালিকায় নাম আসবে কি না, তা নিয়ে উদগ্রীব ছিলেন পরিবারের লোকজন। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তার নাম ঘোষণার পর থেকে বাড়িতে খুশির হাওয়া।

আদৃত বলল, “অভাবনীয় অনুভূতি। বাবা-মার একটা স্বপ্ন ছিল। সারা বছর যা পরিশ্রম করেছি, তার ফল পেয়েছি। ভাল ফল করব সেটা প্রত্যাশিত ছিল। কিন্তু, রাজ্যের মধ্যে প্রথম হব, সেটা খুবই অপ্রত্যাশিত। নাম ঘোষণার পর থেকে বাড়িতে ফোন এসেই যাচ্ছে।” তবে এটাকে স্বাভাবিক হিসেবেই দেখছে সে। বাড়িতেও আসছেন অনেকে। কেউ তার হাতে উপহার তুলে দিলেন। কেউ তাকে অভিনন্দন জানাতে এসেছেন। হাসিমুখে সবার সঙ্গে কথা বলছে সে। পরিবারের লোকজন মিষ্টিমুখ করায় সবার আগে।

বাড়িতে আদৃত সরকার

 

এখনও কোনও বিষয়ে কত নম্বর পেয়েছে জানতে পারেনি। বিজ্ঞান তার বরাবরই ভাল লাগে। আদৃত বলল, “আমার প্রিয় বিষয় বায়োলজি। তবে মাধ্যমিকের জন্য সব বিষয়ই সমান পড়তে হয়েছে। কোনও একটা বিষয়ে বেশি গুরুত্ব দিলে হয়তো মাধ্যমিকে ভাল ফল করা যাবে না।” ভাল ফলের জন্য কাকে কৃতিত্ব দিতে চায় আদৃত? প্রশ্ন শুনে তার জবাব, “বাবা-মা-দিদি এবং ছোটবেলা থেকে যাঁদের কাছে টিউশন পড়েছি। আমার স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীর অবদানও অনস্বীকার্য।”

ভবিষ্যতে কী হতে চায় আদৃত? তার সোজাসাপ্টা উত্তর, আপাতত ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে। তবে ভবিষ্যতে অন্য কোনও কিছুতে আগ্রহ বাড়লে তখন তা নিয়েও ভাবতে রাজি সে। পড়াশোনা ছাড়া কুইজের প্রতি আগ্রহ রয়েছে। সাহিত্যের প্রতি টান রয়েছে আদৃতের।

এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। গত ১০ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ হল। প্রথম দশে ৬৬ জন পরীক্ষার্থী রয়েছে।