TMC: পঞ্চায়েতে প্রার্থী কে হবে, মিটিং শেষে চলল গুলি; চোপড়ায় খুন ২ তৃণমূল কর্মী

Chopra: অভিযোগ, পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের টিকিট কে পাবে, তা নিয়ে উত্তেজনা ছড়ায় চোপড়ার দিঘাবানা এলাকায়।

TMC: পঞ্চায়েতে প্রার্থী কে হবে, মিটিং শেষে চলল গুলি; চোপড়ায় খুন ২ তৃণমূল কর্মী
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2023 | 6:09 PM

চোপড়া: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে জল্পনা যখন চলছে তখন বোমা-গুলি অব্যাহত রাজ্যে। পঞ্চায়েত ভোটের টিকিট নিয়ে বিবাদের জেরে গুলির অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের চোপড়ায়। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে গুরুতর জখম হন ফইজুল রহমান নামে এক ব্যক্তি। মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান তিনি। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। মৃতের নাম হাসু মহম্মদ। অভিযোগ, পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের টিকিট কে পাবে, তা নিয়ে উত্তেজনা ছড়ায় চোপড়ার দিঘাবানা এলাকায়। অভিযোগ, চলে গুলি। গুলিবিদ্ধ হন ফইজুল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চোপড়া দলুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি মারা যান বলে সূত্রের খবর। দিঘাবানায় বৃহস্পতিবার তৃণমূলের বুথ কমিটির মিটিং চলছিল। সামনেই পঞ্চায়েত ভোট। সেই ভোটে কাকে প্রার্থী করা যায়, তা নিয়ে উত্তর দিনাজপুরের বুথে বুথে চলছে বৈঠক।

সূত্রের খবর, এদিন দিঘাবানায় বৈঠকে ফইজুলের নাম উঠে আসে। তাঁর নাম প্রস্তাব করা হয়। সঙ্গে আরও কয়েকটি নামেরও প্রস্তাব আসে। মিটিং শেষে বেরোনোর সময় ছররা গুলি চলে, সঙ্গে পিস্তলের গুলিও চলে। ছররা গুলিতে কয়েকজন আহত হন। ফইজুলের পিস্তলের গুলি লাগে বলে অভিযোগ। লুটিয়ে পড়েন তিনি।

এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “এই নির্বাচনে বিজেপি কর্মীদের উপর যত না হামলা হবে তার থেকে অনেক বেশি তৃণমূলের উপর হামলা হবে। সেই হামলা তৃণমূলের লোকেরাই করবে। এটা আসলে আগের ব্যাচের খাওয়া আর পরের ব্যাচের খেতে বসার লড়াই। চোপড়ায় যেটা শুনলাম সেটাও বোধহয় দলের ভিতরকার লড়াই।”

যদিও উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “আমি এখনও কোনও খবর পাইনি। বিধায়ক, ব্লক প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমি শুনেছি একটা গোলমাল লেগেছে। একজনের গুলি লেগেছে, গুরুতর আহত। ফোনে কথা বলে বলতে পারব।” তবে গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার করে কানাইয়ালাল বলেন, “জেলায় কোথাও কোনও অসুবিধা নেই।”