রায়গঞ্জ: মিউজিয়াম গঠনকে কেন্দ্র করেও রাজনৈতিক চাপানউতোর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে (Raiganj University:)। প্রকাশ্যে তৃণমূল বনাম উপাচার্য সংঘাত। বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে মিউজিয়ামের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দীপক রায়, দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবব্রত মিত্র, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ দুর্লভ সরকার-সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা। ছিলেন কিছু প্রশাসনিক কর্তাও। কিন্তু, কেন অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদ ও সাড়া বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সংগঠনের কোনও শিক্ষাকর্মীকে ডাকা হল না? এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে শাসক শিবির।
তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল মনোনিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিজেপি আশ্রিত অধ্যাপকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচি নিজে নিজেই নিয়ে নিচ্ছেন। কিন্তু, ঘাসফুল শিবিরের কাউকে ডাকা হচ্ছে না। সে কারণেই তাঁর মিউজিয়াম উদ্বোধনের অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন। দেখান বিক্ষোভও। তাতেই উত্তেজনার আবহ ক্যাম্পাস চত্বরে।
যদিও তৃণমূলের দাবিকে বিশেষ পাত্তা দিতে নারাজ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দীপক কুমার রায়। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাঙ্গন সবার জন্য। এখানে কোনও রাজনৈতিক দলের প্রভাব বা ছত্রছায়া নেই। মিউজিয়াম নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা ধীরে ধীরে প্রশমিত হয়ে যাবে বলে তাঁর মত। যদিও উত্তরবঙ্গের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়ে এর আগেও একাধিকবার নানা ইস্যুতে রাজনৈতিক তরজা দেখা গিয়েছে। এবার মিউজিয়াম ইস্যুতে নতুন করে বিতর্ক দানা বাঁধায় তা নিয়ে শোরগোল শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলেও। তবে কী এবার এই ইস্যুও ধীরে ধীরে রাজ্য-রাজ্যপাল সংঘাতের দিকে মোড় নেবে? ওয়াকিবহাল মহলের ধারনা তা বলবে সময়ই।