ডালখোলা: জাতীয় সড়ক পার হচ্ছিলেন যুবক। সে সময়ই এক বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে সেই দেহ উদ্ধার করতে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। সেখানে গিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর হাতে বেধড়ক মার খেল পুলিশ। পরে পুলিশের বড় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার রহটপুর এলাকার ১২ নং জাতীয় সড়ক এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বিহারের বলরামপুর থানার বালদিয়াগাছি এলাকার বাসিন্দা আলম (২৪) রহটপুর এলাকা থেকে সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। সে সময়ই রায়গঞ্জ অভিমুখী একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মারে। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। দুর্ঘটনার খবর পেয়ে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখতে শুরু করে। ঘটনাস্থলে পুলিশের এক অফিসার গেলে তাঁর উপর উত্তেজিত জনতা চড়াও হয় বলে অভিযোগ। আক্রান্ত পুলিশ অফিসারকে বাঁচাতে গিয়ে এলাকার বেশ কয়েকজন যুবকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয়দদের দাবি, রহটপুর এলাকায় জাতীয় সড়কের উপর রাস্তা পারাপার করার জন্য ব্যবস্থা রয়েছে। কিন্তু দিনের বেলায় রাস্তা পারাপারে অসুবিধা না হলেও রাতের বেলা পথ চলতে অসুবিধায় পড়তে হয় এলাকাবাসীকে। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি, ওই এলাকায় আলোর ব্যবস্থা করতে হবে। কিন্তু আলো কম থাকার জেরেই প্রায়শই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ।
বাসের ধাক্কায় যুবকের মৃত্যু জেরে সেই ক্ষোভই সামনে এসেছে। যদিও পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন ডালখোলা থানার ওসি। তিনি পরিস্থিতি সামাল দেন। এর পর দুর্ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। পরে সেই দেহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আক্রান্ত পুলিশ কর্মীকে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।