North 24 Pargana: ‘মেয়েটা তিন-চারটে ছেলের জীবন নষ্ট করেছে…’, মৃত প্রেমিকের দেহ নিয়ে প্রেমিকার বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের

North 24 Pargana: সেখানে প্রেমিকার বাড়ির সামনে মৃত প্রেমিক সায়ক চক্রবর্তীর মৃতদেহ রেখে বিক্ষোভে বসেন স্থানীয়রা। কিন্তু হঠাৎ করেই প্রেমিকের দেহ নিয়ে কেন প্রেমিকার বাড়ির সামনে এসে বসল আন্দোলনকারীরা?

North 24 Pargana: মেয়েটা তিন-চারটে ছেলের জীবন নষ্ট করেছে..., মৃত প্রেমিকের দেহ নিয়ে প্রেমিকার বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের
ঘটনাস্থলের ছবিImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Apr 16, 2025 | 10:36 PM

অশোকনগর: প্রেমিকার বাড়ির সামনের প্রেমিকের মৃতদেহ নিয়ে বিক্ষোভ গ্রামবাসীর। ঘটনা উত্তর ২৪ পরগনার অশোকনগরের দেবীনগর বাইপাস এলাকার। সেখানে প্রেমিকার বাড়ির সামনে মৃত প্রেমিক সায়ক চক্রবর্তীর দেহ রেখে বিক্ষোভে বসেন স্থানীয়রা।

কিন্তু হঠাৎ করেই প্রেমিকের দেহ নিয়ে কেন প্রেমিকার বাড়ির সামনে এসে বসল তারা? স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে গলায় দড়ি দিয়ে আত্মহত্য়া করেছেন এই যুবক। সেই ভিত্তিতেই প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে থানায় গিয়ে যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের মা।

কিন্তু সেই অভিযোগ দায়ের করে গোটা একটা দিন কেটে গেলেও গ্রেফতার করা হয়নি অভিযুক্ত প্রেমিকা কিংবা তার পরিবারের কাউকে। যার জেরে ক্ষোভ চড়ে এলাকায়। একেই তাজা প্রাণ যাওয়ার কষ্টে ফুঁসছিল স্থানীয়রা। তার মধ্যে ২৪ ঘণ্টা কেটে গিয়েও অভিযুক্তকে পুলিশ গ্রেফতার না করায় বিক্ষোভের পথে নামে তারা।

উল্লেখ্য, বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা ছড়াতেই তড়িঘড়ি ছুটে যায় স্থানীয় থানার পুলিশ। কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তদন্তের প্রতিশ্রুতি দিয়ে পরিবারকে দেহ দাহ করতে পাঠায় তারা। তবে এক বিক্ষোভকারীর অভিযোগ, ‘কোনও বিচার হয়নি। আমাদের কাছে ২৪ ঘণ্টা চেয়েছে। কিন্তু তার মধ্যে কিছু না হলে, আমরা আবার বিক্ষোভের পথে নামব। এই মেয়েটা এরকম ভাবে তিন-চারটের ছেলের জীবন নষ্ট করেছে।’