Weather Update: অবশেষে আশার খবর, থামতে চলেছে বৃষ্টি! পরিস্থিতির উন্নতি কবে থেকে? জানাল হাওয়া অফিস
Weather Update: পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামিকাল। তবে সম্পূর্ণ পরিস্থিতির উন্নতি হবে আগামিকাল থেকেই। এমনটাই পূর্বভাস হাওয়া অফিসের।
কলকাতা: অনবরত বর্ষণ চলছেই। কোনও বিরতি ছাড়াই ঝরে চলেছে বারিধারা। আর নতুন করে শহরের একাধিক এলাকায় জল জমে শুরু হয়েছে শহরবাসীদের ভোগান্তি। একাধিক জেলাতেও অবস্থা তথৈবচ। এই পরিস্থিতিতে অবশেষে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। বুধবার বিকেলে এক আলিপুর হাওয়া অফিসে এক সাংবাদিক বৈঠক করে জানানো হয়, আগামিকাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকেই আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষ দিন রৌদ্রজ্জ্বল সকাল না দেখা গেলেও এখন যে ধরনের বৃষ্টিপাত (Rain Forecast) হচ্ছে তার প্রকোপ কমবে অনেকটাই।
আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সারাদিন পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে। সারারাত এই ধরনের আবহাওয়া বজায় থাকবে। বিষ্যুদবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হবে। তবে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামিকাল। তবে সম্পূর্ণ পরিস্থিতির উন্নতি হবে আগামিকাল থেকেই। এমনটাই পূর্বভাস হাওয়া অফিসের।
অন্যদিকে, বর্ষণের রেখাচিত্র তুলে ধরে এ দিন আলিপুর আবহাওয়া দফতর জানায়, যে নিম্নচাপের প্রভাবে এই ভারী বৃষ্টিপাত হচ্ছে, তা বর্তমানে পুরুলিয়ার পশ্চিমে অবস্থান করছে। ধীরে ধীরে তা ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। গতকাল থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। আগামিকাল থেকেই মেঘ কেটে যেতে শুরু করবে। বৃহস্পতিবার কলকাতায় তেমন ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে যেহেতু বর্ষা এখনও পুরোপুরি বিদায় নেয়নি, তাই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে।
দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে প্রশাসন। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। রাজ্যের সমস্ত রিজিওনাল অফিসে কন্ট্রোল রুম চলছে। ট্রান্সফার জলের নীচে থাকলে পাওয়ার অফ করা হবে। কোনও সমস্যা হলে টোল ফ্রী নম্বরে জানানো যাবে-১৯১২১ (টোল ফ্রী নম্বর)। হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা যাবে- ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪ এই নম্বরে।
আরও পড়ুন: Shitalkuchi: শীতলকুচি গুলি-কাণ্ডে কেন্দ্র ও রাজ্য উভয়ের কাছে হলফনামা তলব করল আদালত
নবান্নে কন্ট্রোল রুম হয়েছে। বিদ্যুৎ ভবনেও কন্ট্রোল রুম করা হয়েছে। সাংবাদিক বৈঠকে জানালেন বিদ্যুতমন্ত্রী অরূপ বিশ্বাস। সংবাদ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের মাধ্যমে সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। ১ কোটি ২৫ লক্ষ মানুষকে এসএমএস এর মাধ্যমে সতর্কতা করা হয়েছে।