
কলকাতা: ঘূর্ণিঝড়ের মন্থার প্রভাবে তোলপাড় অন্ধ্রপ্রদেশ। বর্তমানে শক্তি হারিয়ে সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে বৃষ্টি যে এখনই রেহাই দেবে না সে কথা বলাই যায়। আবহাওয়া অফিস বলছে, সংশ্লিষ্ট নিম্নচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। অর্থাৎ ছত্তীসগঢ়ের দিকে এগিয়ে যাবে। আর তার জন্যই বৃষ্টি হবে বাংলায়।
কোথায়-কোথায় বৃষ্টি হবে?
আজ অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মূলত কয়েকটি জেলায় তুমুল বৃষ্টি হবে। সেই জেলাগুলি হল পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা ও শহরতলিগুলিতে। আর আগামিকাল অর্থাৎ ৩১ অক্টোবর শুক্রবার বৃষ্টি হবে সব জেলাতেই। বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।
তবে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টি হলেও, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ অর্থাৎ বৃহস্পতিবার অতিভারী বৃষ্টি হবে পাহাড়ি জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়িতে। হাওয়া অফিস কিন্তু বলছে, ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। বৃষ্টি হবে মালদহ ও উত্তর দিনাজপুরে।
আর ৩১ শে অক্টোবর অর্থাৎ শুক্রবার সব জেলাতেই বৃষ্টি হবে। বইবে দমকা বাতাস।
এ দিকে, এই নিম্নচাপের জন্য আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক