BJP Worker Death: বিজেপি নেতা খুনের ৫ দিন পরও অধরা আততায়ী, থানা ঘেরাও রানিগঞ্জে

Asansol: ঘটনার পর পরই এলাকায় গিয়েছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল। পুলিশের উপর মানুষ আস্থা হারাচ্ছে বলে সিবিআই তদন্তের দাবি করেন তিনি। তবে এরপরও সময় কেটেছে অনেকটা। এখনও গ্রেফতার হয়নি কেউ।

BJP Worker Death: বিজেপি নেতা খুনের ৫ দিন পরও অধরা আততায়ী, থানা ঘেরাও রানিগঞ্জে
রানিগঞ্জে বিজেপির প্রতিবাদ।
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 9:11 PM

আসানসোল: বিজেপি কর্মী (BJP Worker Murder) রাজেন্দ্র সাউয়ের মৃত্যুর ৫ দিন পরও অধরা দুষ্কৃতী। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে রানিগঞ্জ থানা ঘেরাও করল দলীয় কর্মীরা। বিজেপির রানিগঞ্জ শহর মণ্ডলের সদস্যরা থানা ঘেরাও করেন। রানিগঞ্জের ৩৩ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন রাজেন্দ্রপ্রসাদ সাউ। সম্প্রতি তাঁরই মৃতদেহ উদ্ধার হয় গাড়ির ভিতর থেকে। জাতীয় সড়কে স্করপিও গাড়ির ভিতর তাঁকে গুলি করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। বিজেপির ওয়ার্ড কনভেনারের পাশাপাশি রাজেন্দ্র রেশন ডিলার ছিলেন। জমির ব্যবসাও ছিল তাঁর। তাঁর এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে প্রতিবাদে ময়দানে নামে বিজেপি। ঘটনার পর পরই এলাকায় গিয়েছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল। পুলিশের উপর মানুষ আস্থা হারাচ্ছে বলে সিবিআই তদন্তের দাবি করেন তিনি। তবে এরপরও সময় কেটেছে অনেকটা। এখনও গ্রেফতার হয়নি কেউ।

বৃহস্পতিবার রানিগঞ্জের ডলফিন ময়দান থেকে এক বিক্ষোভ মিছিল করে রানিগঞ্জ শহর ঘুরে রানিগঞ্জ থানার গেটে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিন তারা বিজেপির জেলা সভাপতি দিলীপ দে’র নেতৃত্বে রানিগঞ্জ থানার সামনে রাজ্যের শাসকদল তৃণমূল ও পুলিশ প্রশাসনকে কটাক্ষ করেন। বিক্ষোভ কর্মসূচি শেষে রানিগঞ্জ থানার আধিকারিকের হাতে বিজেপি একটি দাবিপত্র তুলে দেয়। থানার আধিকারিক সুদীপ দাশগুপ্ত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বলে জানান বিজেপি শহর মণ্ডলের সভাপতি দেবজিৎ খাঁ।

রাজেন্দ্র সাউয়ের বাবার দাবি ছিল, ঘটনার দিন ছেলে কোথায় যাচ্ছেন, তা কিছু বলে যাননি। তবে ছেলের সঙ্গে ৫ লক্ষ টাকা ছিল বলে জানান তাঁর বাবা। যখন রাজেন্দ্রর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়, তখন ওই টাকা তাঁর সঙ্গে ছিল না বলেই দাবি পরিবারের। এই ঘটনার পিছনে রাজনীতির কোনও ভূমিকা রয়েছে, নাকি ব্যক্তিগত কোনও ঝামেলা থেকে এই ঘটনা কিংবা টাকা ছিনতাই করতে এসে ওই বিজেপি কর্মীকে মারা হয়েছে কি না সবদিক খোলা রেখেই তদন্ত করছে পুলিশ। তবে ঘটনার পর কেন এখনও দুষ্কৃতী অধরা তা নিয়ে সোচ্চার বিজেপি। আরও একবার সিবিআই তদন্তের দাবি তুলেছে তারা।