বীরভূম: বঙ্গ নির্বাচনে উত্তপ্ত জেলা রাজনীতি। বিজেপির দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে রবিবার সকালে চরম উত্তেজনা ছড়ায় খয়রাশোলের বাগশোলা গ্রামে। বিজেপি (BJP) করার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কর্মীদের ঘরে গিয়ে ভাঙচুর চালায় ও মারধর করে বলে অভিযোগ। পরে, বিজেপি প্রার্থী অনুপ সাহা আক্রান্ত কর্মীদের দেখতে গেলে তাঁর উপরেও ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের (BJP)।
পদ্ম শিবিরের অভিযোগ, রবিবার সকালে দলীয় কাজ করার জন্য বাড়িতে ঢুকে হামলা চালায় একদল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতী। বিজেপি করলে প্রাণে মেরে ফেলা হবে এমন হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপর, আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে আসেন দুবরাজপুরের বিজেপি (BJP) প্রার্থী অনুপ সাহা। তখন তাঁর উপরে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ভোজালি দিয়ে অতর্কিতে আঘাত করে।
অনুপ সাহা বলেন, ‘আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি। এই ভাবে আমাদের কর্মীদের উপর যে হামলা করা হচ্ছে তার থেকে স্পষ্ট পশ্চিমবঙ্গে গণতন্ত্রের শাসন নেই।’ বিজেপির তরফে এ দিন স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা করিয়েছেন অনুপও।
যদিও , এই হামলার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। তাদের দাবি, বিজেপি নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুন: দোলে মিশে গেল তৃণমূল-কংগ্রেস-বিজেপি প্রার্থী