উত্তর দিনাজপুর: ভোট ষষ্ঠীর আটচল্লিশ ঘণ্টা বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ইটাহার। সোমবার গভীর রাতে একটি মারুতি গাড়ি করে বোমা পাচার হচ্ছিল বলে অভিযোগ করে তৃণমূল (TMC)। অভিযোগ, পাচারকারীরা প্রত্যেকেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী। ঘটনায়, কাজল শেখ ও আবদুল হানিফ নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। চালক মোর্তুজ আলি খান যদিও পলাতক। বাজেয়াপ্ত করা গাড়ি থেকে উদ্ধার দুটি হাত বোমা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনীতির পারদে চড়েছে ইটাহারে।
স্থানীয় তৃণমূল (TMC) নেতা আসলাম আলির অভিযোগ, বিজেপির প্রশ্রয়েই ধৃত কাজল ও আবদুল গাড়িতে করে বোমা পাচার করছিল। সোমবার রাতে, সেই গাড়িটি আটক করেন স্থানীয়রা। অভিযুক্তদের ধরে মারধর করেন তাঁরা। ভাঙচুর চালানো হয় গাড়িটিতেও। যদিও এই বোমা পাচারের অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
ইটাহারের বিজেপি (BJP) প্রার্থী অমিত কুণ্ডু বলেন,”এটা তৃণমূলের নাটক। কারণ, অত রাতে আসলাম আলি ওখানে কী করছিলেন তা একটা প্রশ্ন বটে। তৃণমূল নিজেরা এই কাজ করে মিথ্যা ওই যুবকদের ফাঁঁসিয়েছে। তৃণমূল বুঝতে পেরেছে পায়ের তলায় আর মাটি নেই, তাই সন্ত্রাস ছ়ড়াতে এই কাজ করেছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেই ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুই যুবকের বাড়ি ইটাহারের গুলন্দর এলাকায়। মঙ্গলবার সকালে মারুতি গাড়িটিও আটক করে পুলিশ। গাড়ি থেকে বোমা (Bomb) উদ্ধারও হয়েছে। গোটা ঘটনাই তদন্ত করে দেখছে ইটাহার থানা।