মায়ের মুখে নেতাজীর জয়জয়কার, ছড়া লিখে দেশনেতাকে শ্রদ্ধার্ঘ্য সামিয়ানার
ভারতমাতা সেজেই ক্ষান্ত হয়নি বছর সাতের সামিয়ানা।মায়ের থেকে নেতাজীর গল্প শুনে লিখে ফেলেছে একটি ছোট্ট ছড়াও। উৎসর্গ করেছে নেতাজীকে। মা শতাব্দীও কবি, কমতি নেই গুণমুগ্ধ পাঠকেরও। মেয়ে সামিয়ানাও সেই পথই ধরেছে।
প্রীতম দে : বছর সাতের সামিয়ানা বন্দ্যোপাধ্যায় ওরফে ডটার অব শতাব্দী রায় বন্দ্যোপাধ্যায়(Satabdi Roy)। মা অভিনেত্রী হওয়ার সুবাদে সাজগোজে যথেষ্ট চৌকস মেয়ে। কিন্তু, মা যে শুধু অভিনেত্রী নন, তিনি নেত্রীও। আর সেই প্রভাবই যেন পড়েছে লালপাড় সাদা শাড়ি, গায়ে গয়না কপালে টিপ পরে ‘ভারতমাতা’ সেজে ওঠা সামিয়ানার উপর। যদিও মেয়ের এই সাজে মায়ের হাত আছে কি না তা স্পষ্ট নয়। কিন্তু, মেয়ের কীর্তির ছবি তুলে নিজেই ঘনিষ্ঠমহলে শেয়ার করেছেন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)।
ভারতমাতা সেজেই ক্ষান্ত হয়নি বছর সাতের সামিয়ানা।মায়ের থেকে নেতাজীর গল্প শুনে লিখে ফেলেছে একটি ছোট্ট ছড়াও। উৎসর্গ করেছে নেতাজীকে। মা শতাব্দীও কবি, কমতি নেই গুণমুগ্ধ পাঠকেরও। মেয়ে সামিয়ানাও সেই পথই ধরেছে।
আরও পড়ুন : মমতার পাশেই আছি, দিল্লি যাচ্ছি না: শতাব্দী
কিছুদিন আগেই ‘বেসুরো’ হয়েছিলেন শতাব্দী রায়। দলের প্রতি অসন্তোষ প্রকাশ করতেই তড়িঘড়ি শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে তাঁকে ফিরিয়ে আনা হয় দলে। প্রত্যাবর্তনের ‘গিফট’ হিসেবে তৃণমূলের রাজ্য কমিটিতে সহ-সভাপতির পদও পেয়ে যান শতাব্দী(Satabdi Roy)।
আরও পড়ুন : শতাব্দীর বাড়িতে বসে ‘বন্ধু’র আড্ডা, সামনেই এল ‘মুকুলদা’র ফোন
ইদানিং ,মেয়ের কীর্তি শেয়ার করে খানিক যেন নিজের পছন্দও জানালেন জনপ্রিয় নেত্রী। নেতাজীকে নিয়ে যে কেন্দ্র-রাজ্য সংঘাত চলছে তাতেও যথেষ্টই ওয়াকিবহাল তিনি। নেতাজীর জন্মদিনে নিজের ফেসবুক পেজ থেকে নিজের প্রিয় নেতাকে স্মরণ করতেও ভোলেননি তিনি।
?? ?✊..
Posted by Satabdi Roy Fans’ Club on Friday, January 22, 2021
আর এতে, কেউ ‘পলিটিক্যাল গন্ধ’ পেলে থোড়াই কেয়ার করেন, তাও বুঝিয়ে দিয়েছেন এই তৃণমূল সাংসদ।