বিজেপি করলে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হবে, হুমকিই সত্যিই হল বুধবার

tista roychowdhury |

Mar 17, 2021 | 6:34 PM

 বিজেপি নেতা নিত্যানন্দের অভিযোগ, আই আগুন লাগানোর পেছনে তৃণমূলের হাত রয়েছে। কয়েক মাস আগে এলাকার তৃণমূল নেতা নুরুল আলম তাঁকে বিজেপি ছাড়ার জন্য হুমকি দেন।

বিজেপি করলে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হবে, হুমকিই সত্যিই হল বুধবার
নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব বর্ধমান: ভোটের রাজ্যে চড়ছে রাজনীতির পারদ। বিজেপি (BJP) নেতার দোকানে আগুন লাগানোর প্রতিবাদে পথে নামল গেরুয়া শিবির। বুধবার সকালে, বর্ধমান কাটোয়া রোড অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা। প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকে বর্ধমান কাটোয়া রোড। অবরোধের জেরে প্রবল যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে অবরোধ তোলে।

গেরুয়া (BJP) শিবিরের অভিযোগ, নিত্যানন্দ দাস নামে স্থানীয় বিজেপি নেতার দোকানে মঙ্গলবার রাতে আগুন লাগিয়ে দেয় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। আগুল লাগার খবর পেয়ে দৌড়িয়ে দোকানে আসেন নিত্যানন্দ ও তাঁর ছেলে। দমকলে খবর দেওয়ার আগেই জল ও বড় বড় বস্তা চাপা দিয়ে কোনও রকমে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ও আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজেপি নেতা নিত্যানন্দের অভিযোগ, আই আগুন লাগানোর পেছনে তৃণমূলের হাত রয়েছে। কয়েক মাস আগে এলাকার তৃণমূল (TMC) নেতা নুরুল আলম তাঁকে বিজেপি ছাড়ার জন্য হুমকি দেন। বিজেপি করলে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হবে এমন হুমকিও পেয়েছিলেন নিত্যানন্দ বলে অভিযোগ।

যদিও, দোকানে আগুন লাগানো বা হুমকি দেওয়ার সমস্ত অভিযোগ বাতিল করে দিয়েছে ঘাসফুল শিবির। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই ঘটনায় শাসক শিবিরের কেউ জড়িত নয়। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। এই ঘটনার জেরে দোষীদের কঠোর শাস্তির দাবি করে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পদ্ম শিবির। গোটা ঘটনাই যথাযথ তদন্ত করে দেখা হবে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ‘দুর্নীতিগ্রস্ত বিশ্বজিৎ দাস দূর হটো’ গোপালনগরে পোস্টার পড়ায় অস্বস্তিতে বিজেপি

 

 

Next Article