জলপাইগুড়ি : ফের হাতির (Elephant) হামলা। প্রাণ গেল তিন মহিলার। চাঞ্চল্য ডুয়ার্সের বানারহাটে।
মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ বানারহাটের হলদিবাড়ি জঙ্গলে জ্বালানি কাঠ ও ঘাস কাটতে যান তিন মহিলা। সেই সময় একটি দাঁতাল অতর্কিতে বেরিয়ে আসে। অনেকে পালিয়ে গেলেও ওই তিন মহিলা পালাতে পারেননি।
পুলিশ সূত্রে খবর, তিনটি মৃতদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই তিন মৃতা ভাদো ওঁরাও, সুগি বরবাইক, ও বিরাশি ওঁরাও হলদি বাড়ি চা বাগানের বরা লাইন ও মিশন লাইনের বাসিন্দা।
জঙ্গলে হাতির (Elephant) হামলায় মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশকর্মীরা। তাঁদের অভিযোগ, কীভাবে বারবার বনদফতরের চোখ এড়িয়ে জঙ্গলে যাচ্ছেন স্থানীয় মানুষ?
আরও পড়ুন: ফের লোকালয়ে বন্যেরা, বাইসনের তাণ্ডবে আতঙ্কিত চামুর্চি চা-বাগানের শ্রমিকরা
বনকর্মীদের অভিযোগ, বারবার বারণ করলেও আটকানো যায় না স্থানীয় মহিলাদের। জঙ্গলে অনুপ্রবেশ আটকাতে গেলেই পুরুষ কর্মীদের শ্লীলতাহানি থেকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন স্থানীয় মহিলারা। নিরুপায় বনকর্মীরা।
অনানারি ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী জানান, জঙ্গলের ভিতরে এভাবে একসঙ্গে তিনজনের মৃত্যু মেনে নেওয়া যায় না। বনদপ্তরের তরফে বারবার প্রচার চালানো হয় যাতে জঙ্গলে কেউ প্রবেশ না করেন। কিন্তু তারপরও অনেকে জঙ্গলে প্রবেশ করেন যেকারণেই বারবার এই মৃত্যুর ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে খুব দ্রুত কড়া পদক্ষেপ করবে প্রশাসন।