এক রাতেই ৩ গৃহস্থের বাড়িতে হানা সিধেল চোরের , লোপাট গয়না, নগদ টাকা
মাটিতে সিঁদ কেটে ঘরে ঢুকল সিধেল চোর। ক্ষুব্ধ গ্রামবাসী।
জলপাইগুড়ি: এক রাতেই তিন বাড়িতে হানা দিল চোর (Thief)। সিঁদ কেটে ঘরে ঢুকে লোপাট করল কয়েক হাজার টাকার সোনা রূপোর গয়না, নগদ টাকা, জিনিসপত্র। সঙ্গে আরও দুটি বাড়িতে চলল চুরির চেষ্টা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকে।
স্থানীয় প্রহ্লাদ রায় জানান, সোমবার গভীর রাতে ঘুমের মধ্যেই আওয়াজ পান তিনি। কিন্তু কিছু দেখতে পাননি। সকালে উঠে দেখেন পুরো ঘর লন্ডভন্ড। মেয়ের বিয়ের জন্য তৈরি হওয়া সোনা রূপোর সমস্ত গয়না লোপাট হয়ে গিয়েছে। মাটিতে সিঁদ কেটে ঘরে ঢুকেছিল চোর (Thief)।
প্রহ্লাদ বাবুর প্রতিবেশী সন্তোষ রায়ের বাড়িতেও হানা দেয় সিধেল চোর (Thief)। নগদ কয়েক হাজার টাকা ও একাধিক জিনিসপত্র চুরি করে নিয়ে পালায়।
আরও পড়ুন: গাড়িতে বিহারের নম্বর দেখে সন্দেহ পুলিশের, তল্লাশিতেই মিলল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
স্থানীয়দের অভিযোগ, রায়গঞ্জে প্রায়ই এমন চুরিচামারি হয়ে থাকে। পুলিশকে জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি। এলাকাবাসী চোর (Thief) ধরলে তবেই আসে পুলিশ। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, চুরির খবর পেয়েই তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা এই ঘটনায় যুক্ত তা খতিয়ে দেখা হবে।