উত্তরাখণ্ডের হড়পা বানে নিখোঁজ বাংলার আরও এক শ্রমিক
নিখোঁজ আনেশ। অসহায় পরিবারের খোঁজ নেয়নি কেউ।
মালদা: মাসতিনেক আগে কাজের জন্য চামোলি গিয়েছিলেন বছর ত্রিশের আনেশ শেখ। পেশায় শ্রমিক আনেশ কাজ করতেন পাওয়ার গ্রিডে। উত্তরাখণ্ডের হড়পা বানে (Uttarakhand Disaster) নিঁখোজ তিনি। মঙ্গলবার সকালে, আনেশের ভগবানপুরের বাড়িতে সেই খবর জানিয়ে গিয়েছেন কংগ্রেস বিধায়ক মোস্তাকিম আলম।
আনেশের পরিবারের তরফে জানানো হয়েছে, আনেশই তাঁর পরিবারের একমাত্র উপার্জনশীল। পরিবারে স্ত্রী ছাড়াও আছে এক ছেলে ও এক মেয়ে। ছেলে ও মেয়ে দুজনেই স্কুল পড়ুয়া। তিন মাস আগে কাজের জন্য উত্তরাখণ্ড যান আনেশ। ঘুরে ঘুরেই কাজ করেন তিনি। কিন্তু, এ যাওয়াই যে শেষ যাওয়া হতে পারে তা ভাবেননি কেউই।
আনেশের স্ত্রী জানান, মঙ্গলবার সকালে হড়পা বানে (Uttarakhand Disaster) আনেশের নিখোঁজ হওয়ার খবর দেন ইংরেজবাজারের কংগ্রেস বিধায়ক মোস্তাকিম আলম। ওই খবর দেওয়া পর্যন্তই। তারপর, আনেশের পরিবারের খোঁজ নিতে আসেননি কোনও দলের কোনও নেতাই। কীভাবে দিন চলবে পরিবারের, তাও অনিশ্চিত। দুই ছেলেমেয়ে নিয়ে পথে বসেছেন আনেশের স্ত্রী।
আরও পড়ুন: তুষারধস নয়, জোশীমঠ বিপর্যয়ের অন্য কারণ জানাল ইসরো
উল্লেখ্য, শনিবার রাতে জোশীমঠে ভেঙে পড়ে হিমবাহ। আট বছর আগের কেদারনাথের স্মৃতি উসকে দিয়ে ফের দেবভূমিতে আছড়ে পড়ে বিপর্যয়। বন্যার দাপটে (Uttarakhand Disaster) শুধু মালদার আনেশ নয়, নিখোঁজ পূর্ব মেদিনীপুরের তিন শ্রমিকও। ঘরে ফিরতে পারেননি বাংলার লালু, বুলা, সুদীপরাও। আনেশকে নিয়ে বাংলা থেকে মোট নিখোঁজের সংখ্য়া ছয়। জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে, সেনা, আইটিবিপি, এনডিআরএফ।