Corona Update: রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু! ২৪ ঘণ্টা বাড়ল সংক্রমণও

Corona Update: চিকিৎসকরা জানিয়েছিলেন, গোটা দেশে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তা সংক্রমণাত্মক ঠিকই। কিন্তু তা মৃত্যুমিছিল তৈরি করবে না। নিতান্তই কোমর্বিডিটি ছাড়া এই পর্যায়ে করোনার চোখ রাঙানোর কোনও জায়গাই নেই। কিন্তু তারপরেও কেন মৃত্য়ু হল এই মহিলার?

Corona Update: রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু! ২৪ ঘণ্টা বাড়ল সংক্রমণও
ফাইল ছবিImage Credit source: Getty Image

| Edited By: Avra Chattopadhyay

Jun 03, 2025 | 11:40 AM

কলকাতা: মহামারির ভয়াল রূপ কাটিয়ে পরিস্থিতি যখন স্বাভাবিক। সেই আবহে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এক মহিলার। বলা চলে, এটি চলতি বছরে রাজ্য়ে প্রথম করোনায় হওয়া মৃত্যু। জানা গিয়েছে, আলিপুর বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন মৃত ৪৩ বছরের কোভিড আক্রান্ত মহিলা। গত ৪৮ ঘণ্টায় তার শরীরে ভয়াবহ অবনতি দেখা যায়। একাধিক হার্ট অ্যাটাক। অক্সিজেনে অতিমাত্রায় চাহিদা। অবশেষে মৃত্যু।

চিকিৎসকরা জানিয়েছিলেন, গোটা দেশে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তা সংক্রমণাত্মক ঠিকই। কিন্তু তা মৃত্যুমিছিল তৈরি করবে না। নিতান্তই কোমর্বিডিটি ছাড়া এই পর্যায়ে করোনার চোখ রাঙানোর কোনও জায়গাই নেই। কিন্তু তারপরেও কেন মৃত্য়ু হল এই মহিলার? তার কি কোনও ভাবে কোমর্বিডিটি ছিল? চিকিৎসকরা জানিয়েছেন, শুধুমাত্র অক্সিজেনে চাহিদার কারণেই প্রাণ যায় তার। শরীর কোমর্বিডিটির কোনও জায়গাই ছিল না।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া নতুন করে বেড়েছে ৪১ জন। যার জেরে বর্তমানে মোট আক্রান্তের সংখ্য়া ৩৩১ থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৩৭২-এ। অন্যদিকে, একই সময়ে হুড়মুড়িয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে গোটা দেশেও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য় অনুযায়ী, বর্তমানে গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ৪ হাজারের গন্ডি। পাশাপাশি, বাংলা ছাড়াও করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে আরও কয়েকটি রাজ্যেও। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনায় প্রাণ গিয়েছে দু’জনের। কেরলে প্রাণ গিয়েছে ১ জনের। তামিলনাড়ুতে প্রাণ গিয়েছে ১ জনের। বাংলা বাদে বাকি রাজ্যগুলিতে মৃতের বয়স ষাটোর্ধ।