কখনও ঘাস কাটতে গিয়ে, কখনও পতাকা ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে দফায় দফায় ঘাস-পদ্মের সংঘর্ষ বীরভূমে
দাসপাড়ায়, শাসক শিবিরের অভিযোগ, রাতের অন্ধকারে লুকিয়ে এসে তৃণমূলের পতাকা ফেস্টুন পুড়িয়ে দিয়েছে বিজেপি কর্মী ও সমর্থকেরা। অন্যদিকে, নানুরের গোপডিহি গ্রামে, মাঠে ঘাস কাটতে গেলে এক বিজেপি মহিলা কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বীরভূম: ভোট আবহে দফায় দফায় বিক্ষিপ্ত এলাকায় বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষ করে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ‘অনুব্রত গড়’। বুধবার সকালে, আমোদপুরের দাসপাড়াতে দলীয় পতাকা ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) কর্মী সমর্থকদের মধ্যে। অন্যদিকে, নানুরের গোপডিহিতে মাঠে ঘাস কাটতে গিয়ে পাঁচ ছয়জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর হাতে মারধর খাওয়ার অভিযোগ করলেন এক বিজেপি মহিলা কর্মী।
দাসপাড়ায়, শাসক শিবিরের অভিযোগ, রাতের অন্ধকারে লুকিয়ে এসে তৃণমূলের (TMC) পতাকা ফেস্টুন পুড়িয়ে দিয়েছে বিজেপি কর্মী ও সমর্থকেরা। পাল্টা পদ্ম (BJP) শিবিরের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছিড়ে দিয়েছে। এই নিয়ে বচসার জেরে বুধবার সকালে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উভয় পক্ষই আমোদপুর থানায়। লিখিত অভিযোগ দায়ের করেছে।
অন্যদিকে, নানুরের গোপডিহি গ্রামে, মাঠে ঘাস কাটতে গেলে এক বিজেপি মহিলা কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত ঝুমা মেটের দাবি, বুধবার সকালে রোজকার মতো গ্রামের মাঠে ঘাস কাটতে যান তিনি। আচমকা সেই সময়ে তৃণমূলের পাঁচ ছয়জন দুষ্কৃতী এসে ঝুমা দেবীকে মারধর করে বলে অভিযোগ। কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন ঝুমা। পাল্টা তৃণমূলের দাবি, ওই সময়ে মাঠে কাজে এসেছিলেন তৃণমূলের বেশ কিছু কর্মী। ওইসময়ে, তাঁদের উদ্দেশে গালিগালাজ করেন ওই মহিলা অভিযোগ এমনটাই। যদিও, স্থানীয়রা জানিয়েছেন, মহিলারা নিজেদের মধ্যে ঝামেলা করে এই কাণ্ড ঘটিয়েছেন। এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।
আরও পড়ুন: ফের উত্তপ্ত নানুর, রাতভর চলল বোমাবাজি, আহত ১ তৃণমূল কর্মী