শপিং মলের ক্যাশভ্যান লুঠ করতে এলোপাথাড়ি গুলি চালাল দুষ্কৃতীরা, চাঞ্চল্য আসানসোলে
দুষ্কৃতীদের গুলিতে মৃত ক্যাশভ্যানের গান ম্যান, জখম ক্যাশ অফিসার
আসানসোল: দিনদুপুরে ভরা রাস্তায় শপিং মলের ক্যাশভ্যান লুঠের ( Robbery) চেষ্টা করল ৬ সশস্ত্র দুষ্কৃতী। বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ উত্তর আসানসোলের রিলায়েন্স মার্কেটের ক্যাশভ্যানের (Cash Van) উপর হামলা চালায় তারা। ঘটনায় মৃত্যু হয় একজন, গুরুতর জখম এক।
জানা গিয়েছে, এদিন মার্কেট থেকে ক্যাশভ্যান (Cash Van) এসে কালেকশনের টাকা নিয়ে যাচ্ছিল। সেই সময়ে, আচমকা ৬ সশস্ত্র দুষ্কৃতী মোটর বাইকে এসে গাড়িটি ঘিরে ফেলে। ক্যাশভ্যান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। ভ্যানে ছিলেন গান ম্যান রবিউল মিদ্ধা ও ক্যাশ অফিসার প্রশান্ত দেবনাথ। তাঁরা বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁদের উপর গুলি চালায়। রবিউল গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর জখম হন প্রশান্তবাবু।
গোলাগুলির আওয়াজ পেয়ে বেরিয়ে আসেন আশপাশের মানুষ। ৬ দুষ্কৃতীকে অনুসরণ করতেই তারা ক্যাশভ্যানের (Cash Van) টাকা ফেলে রেখেই তারা চম্পট দেয়। স্থানীয়রাই প্রশান্তবাবুকে হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: অভিনব কায়দায় এটিএম লুঠ, নাটকীয় পন্থায় পাকড়াও তিন দুষ্কৃতী
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। যদিও ৬ দুষ্কৃতীই এখনও পলাতক ।