Old Woman: ১৯ নাতি-পুতিরও আছে ৩০ সন্তান! ৭বার বিয়ের পরও আবার পিড়িতে বসতে রাজি ১১২ বছরের ‘তরুণী’

Bizarre: এর আগে ৭ বার বিয়ে করেছেন তিনি। তারপরও বিয়ের শখ? ১১২ বছরের 'তরুণী' জানিয়েছেন, ব্যক্তিগত দূরত্বের কারণে কোনও স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে, কেউ আবার মারা গিয়েছেন।  পুত্র-কন্যা, পৌত্র এমনকী প্রপৌত্রও থাকলেও, ব্যক্তিগতভাবে তিনি ভীষণই একা বোধ করেন। তাই তাঁর দাবি, যদি কেউ তাঁকে বিয়ে করতে চান, তবে তিনি বিয়ে করতে রাজি।

Old Woman: ১৯ নাতি-পুতিরও আছে ৩০ সন্তান! ৭বার বিয়ের পরও আবার পিড়িতে বসতে রাজি ১১২ বছরের 'তরুণী'
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 4:07 PM

কুয়ালা লামপুর: ৫ সন্তান, ১৯জন নাতি-পুতি রয়েছে। শুধু নাতি-পুতিই নয়, সেই নাতি-পুতিদের ৩০ সন্তানও রয়েছে। এরপরও শখ মেটেনি বিয়ের! এখনও বিয়ে করতে চান ম্যাডাম সিটি হাওয়া। তাঁর বয়স মাত্র ১১২ বছর! থুড়থুড়ে বুড়ি হয়েও বিয়ে? ম্যাডাম সিটির কথায়, বয়স তো কেবল সংখ্যা মাত্র। আর জন্ম-মৃত্যুর সঙ্গে বিয়েও ভগবানের হাতে। তাই ৭ বার বিয়ে করার পরও আবার বিয়ে করতে চান এই বৃদ্ধা।

মালয়শিয়ার বাসিন্দা এই বৃদ্ধা। ১১২ বছর বয়সেও ভীষণ ‘অ্যাক্টিভ’ তিনি। এই বয়সেও একা হাঁটতে পারেন তিনি, কোনও সাহায্য লাগে না তাঁর। বিশেষ কোনও শারীরিক সমস্যাও নেই। তবে এই বয়সে এসে ভীষণ একাকিত্বে ভোগেন ম্যাডাম সিটি। কারণ তাঁর ভাইবোন থেকে বন্ধু-বান্ধব, সকলেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই বয়সেও কীভাবে বেঁচে রয়েছেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি নিজে। আর একাকীত্ব দূর করতেই আবার বিয়ে করতে চান ম্যাডাম সিটি।

এর আগে ৭ বার বিয়ে করেছেন তিনি। তারপরও বিয়ের শখ? ১১২ বছরের ‘তরুণী’ জানিয়েছেন, ব্যক্তিগত দূরত্বের কারণে কোনও স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে, কেউ আবার মারা গিয়েছেন।  পুত্র-কন্যা, পৌত্র এমনকী প্রপৌত্রও থাকলেও, ব্যক্তিগতভাবে তিনি ভীষণই একা বোধ করেন। তাই তাঁর দাবি, যদি কেউ তাঁকে বিয়ে করতে চান, তবে তিনি বিয়ে করতে রাজি।

ওই বৃদ্ধার নাতনির বয়স ৪৭ বছর। তিনি জানিয়েছেন, ঠাকুমা এমনিতে হাসি-খুশি। নিজে নিজেই খাবার খেতে পারেন। তবে একটাই সমস্যা, তিনি মাঝেমধ্যেই সব ভুলে যান। যদিও তাঁর ছেলের কথায়, নতুন নতুন ঘটনা ভুলে গেলেও, তাঁর মা কিন্তু পুরনো অনেক ঘটনাই মনে রেখেছেন। যেমন জাপানের সামরিক অভ্যুত্থানের ঘটনা হুবহু বর্ণনা করতে পারেন।