AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pak-Balochistan Attack: গুলি খেয়ে ঝাঁঝরা পাকিস্তানি সেনা! পড়শি দেশের অন্দরে শুরু এ কোন যুদ্ধ?

Pak-Balochistan Attack: হঠাৎ রাস্তা বন্ধ করে দেয় এক দল সন্ত্রাসবাদী। আর তারপরই পরপর চলে গুলি। ঠাওর করে উঠতে দেরি করে ফেলে সেদেশের সেনা।

Pak-Balochistan Attack: গুলি খেয়ে ঝাঁঝরা পাকিস্তানি সেনা! পড়শি দেশের অন্দরে শুরু এ কোন যুদ্ধ?
Image Credit: Elke Scholiers/Getty Images)
| Updated on: Feb 02, 2025 | 5:58 PM
Share

ইসলামাবাদ: গুলিতে ঝাঁঝরা হয়ে গেল সেনা। চলল পাল্টা গুলি। নিহত ২৪ জঙ্গি। পাকিস্তানের অন্দরে এখন যুদ্ধপরিস্থিতি। শুক্রবার পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালাল এক দল সন্ত্রাসবাদী। তার জেরেই দেশের অন্দরে ছড়িয়েছে উত্তেজনা।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান অধ্যুষিত বালোচিস্তান এলাকার কালাট জেলায় রাতের টহলদারিতে বেরিয়েছিল এক দল পাকিস্তানি সেনা। বরাবরই, উত্তেজিত পড়শি দেশের এই এলাকা। হামেশাই চলে আঘাত-প্রত্যাঘাত। বাকি দিনগুলি সেদিনও তাই কড়া নজরদারি চালাতে এলাকা ঘুরে বেড়াচ্ছিল সেনা-জওয়ানদের একটি গাড়ি। আর তারপরেই ঘটে বিপত্তি।

হঠাৎ রাস্তা বন্ধ করে দেয় এক দল সন্ত্রাসবাদী। আর তারপরই চলে পরপর গুলি। ঠাওর করে উঠতে দেরি করে ফেলে সেদেশের সেনা। জঙ্গিদের গুলি খেয়ে প্রাণ যায় ১৮ জন সেনার। চলে পাল্টা গুলিও। নিহত হয় ২৪ জঙ্গি।

পাকিস্তানি সেনা সূত্রে খবর, মধ্যরাতে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় বালোচ জঙ্গিরা। মৃত্যু হয় ১৮ জনের। খতম করা হয় ২৪ সন্ত্রাসবাদীকে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। হামলার দায় শিকার করেছে বালোচ লিবারেশন আর্মি।

উল্লেখ্য, পাকিস্তান বালোচ প্রদেশকে আলাদা করার দাবিতে সোচ্চার এই জঙ্গি গোষ্ঠী। বিগত কয়েক বছর ওই এলাকায় নিজেদের কার্যকলাপ আরও বাড়িয়েছে তারা। ওয়াকিবহাল মহলের দাবি, গত কয়েক বছরে বালোচিস্তানের বুকে এই জঙ্গি গোষ্ঠীর তৈরি হওয়া বাড় বাড়ন্তের নেপথ্য়ে হাত রয়েছে তালিবান শাসিত আফগানিস্তানের। তাদের একটি জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের হাত ধরে নতুন করে ফুলে ফেঁপে উঠেছে এই বালোচ সন্ত্রাসবাদীরা। তার ফলাফলই এই আক্রমণ।