
ওয়াশিংটন: পড়াশোনা শেষ হলেই ছাড়তে হবে দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী সমস্যা রুখতে নতুন বিল পেশ রিপাবলিকান সরকারের। জানা গিয়েছে, এই নতুন বিলের জন্য ভারত-সহ বিভিন্ন দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও অঙ্ক নিয়ে পড়তে আসা পড়ুয়ারা বাড়তি সমস্যার মুখে পড়তে চলেছে।
কিন্তু শুধুমাত্র বিজ্ঞান পড়ুয়ারাই বেশি সমস্যায় পড়বে কেন? মার্কিন যুক্তরাষ্ট্রে বিজ্ঞান ও প্রযুক্তির পড়ুয়ারা তাদের স্নাতকের পড়াশোনার শেষ হওয়ার পর ওয়ার্কিং ভিসার মাধ্যমে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ে যোগ দিতেন। এই প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে ভারতীয় পড়ুয়ারা ওই দেশে আরও এক বা দু’বছর পর্যন্ত তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারেন। সেই প্রশিক্ষণই এবার নতুন বিলের মাধ্যমে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র সরকার।
একটি পরিসংখ্য়ান অনুযায়ী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শুধুমাত্র ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য পাড়ি দিয়েছিলেন ৩ লক্ষের অধিক পড়ুয়া। আসন্ন বিলের জেরে এবার কি বিপদে পড়তে চলেছে তারা? প্রশ্ন একাংশের।
উল্লেখ্য, মার্কিন মসনদে রাষ্ট্রপতি পদ পুনরুদ্ধারের পর থেকেই দেশের অভিবাসী সমস্যা নিয়ে আসরে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক মাসেই দফায় দফায় যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিমান চাপিয়ে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। অভিবাসী ‘বোঝাই’ সেই বিমান কিন্তু নেমেছিল ভারতেও। অবৈধ অভিবাসী সমস্যা কিছুটা মিটতেই এবার সেদেশে অভিবাসী নীতিকে আরও কড়া করছেন ট্রাম্প।