Donald Trump: ‘এখনই দেশ ছাড়ুন…’, ‘বেশি দিন’ আমেরিকায় থাকলেই পড়বে ভারী জরিমানা, হবে জেলও! জারি নতুন নির্দেশিকা

Donald Trump: শনিবার একটি নির্দেশিকা জারি করে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, কোনও বিদেশি নাগরিক দেশে ৩০ দিনের বেশি থাকলে, তাকে প্রশাসনের কাছে এসে সেই মেয়াদ বাড়ানোর জন্য রেজিস্টার করে যেতে হবে।

Donald Trump: এখনই দেশ ছাড়ুন..., বেশি দিন আমেরিকায় থাকলেই পড়বে ভারী জরিমানা, হবে জেলও! জারি নতুন নির্দেশিকা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পImage Credit source: PTI

|

Apr 13, 2025 | 3:17 PM

ওয়াশিংটন: অভিবাসন নীতি নিয়ে আরও কড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিন কতক আগেই পড়ুয়াদের অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বন্ধ করে সেদেশে পড়াশোনার পর থাকায় কাঁটা ফেলেছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটার আগেই অভিবাসন নীতিতে আরও বদল ট্রাম্প প্রশাসনের।

শনিবার একটি নির্দেশিকা জারি করে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, কোনও বিদেশি নাগরিক দেশে ৩০ দিনের বেশি থাকলে, তাকে প্রশাসনের কাছে এসে সেই মেয়াদ বাড়ানোর জন্য রেজিস্টার করে যেতে হবে। যদি কেউ তা না করেন, তবে ভারী জরিমানা থেকে জেল, সবই হতে পারে।

তাদের দাবি, কোনও বিদেশি নাগরিক বিনা রেজিস্ট্রেশনে যতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে থাকবেন। সেই নিরিখে প্রতি দিন ৯৯৮ ডলার বা ভারতীয় মুদ্রায় ৮৫ হাজার টাকা জরিমানা হবে। এমনকি, ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও তিনি যদি না যান, সেক্ষেত্রে হাজার সর্বোচ্চ পাঁচ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে চার ৪ লক্ষ টাকা অবধি জরিমানা ও জেলযাত্রা হতে পারে।

এই মর্মে ওই মার্কিন দফতর নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছে। তাতে তারা জানিয়েছে, অবৈধ অভিবাসীদের উদ্দেশে প্রেসিডেন্টের কড়া বার্তা, এখনই দেশ ছাড়ুন এবং ফিরে যান।

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসী রুখতে তৎপর ট্রাম্প। ইতিমধ্যে দফায় দফায় আমেরিকা থেকে বহু ভারতীয় অবৈধ অভিবাসীকে বিতাড়িত করেছেন তিনি। সেনা বিমানে করে ফিরিয়ে দিয়েছেন দেশে। একই ভাবে ‘বাড়ি পাঠিয়েছেন’ বহু মেক্সিকোর নাগরিককেও। ট্রাম্পের কথায়, ‘আমেরিকায় সংগঠিত অপরাধের বাড় বাড়ন্তের মূল কারণই হল এই অভিবাসী সমস্যা।’