শাহিওয়াল: আর ৬ দিন পর আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তার আগে কি পাকিস্তানে পৌঁছে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প? শুধু তাই নয়, সেখানে কি রাস্তায় খাবার বিক্রি করছেন? পাকিস্তানের শাহিওয়ালে যাঁরা প্রথমবার এই খাবার বিক্রেতাকে দেখবেন, তাঁরা কিছুটা অবাক হবেনই। মনে প্রশ্ন জাগবে, কে এই খাবার বিক্রেতা?
শাহিওয়ালের রাস্তায় সুস্বাদু ক্ষীর বিক্রি করেন এই খাবার বিক্রেতা। যাঁকে দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো। নাম সেলিম বাগ্গা। ট্রাম্পের মতো দেখতে হওয়ায় তাঁকে দেখতে ভিড় জমে দোকানে। ৫৩ বছরের এই খাবার বিক্রেতা ভাল গানও গাইতে পারেন। তাঁর দোকানে আসা ক্রেতাদের গান গেয়ে শোনান।
মহম্মদ ইয়াসিন নামে এক ক্রেতা বলেন, “তাঁকে দেখে মনে হয় যেন ট্রাম্প ক্ষীর বিক্রি করতে এসেছেন। ক্ষীর বিক্রি করতে তিনি যখন গান গাওয়া শুরু করেন, আমরা চলে আসি।” শুধু ক্ষীর কিনেই ক্রেতারা চলে যান না। তাঁর গান শোনার পর অনেকে তাঁর সঙ্গে সেলফিও তোলেন।
ইমরান আশরফ নামে এক ক্রেতা সেলিমের সঙ্গে সেলফি তোলার পর বলেন, “তাঁর তৈরি ক্ষীর সত্যিই সুস্বাদু। আমরা তাঁর সঙ্গে কথা বলি। সেলফি তুলি। আর বন্ধুদের বলি, ট্রাম্পের সঙ্গে এইসব ছবি তুলেছি।”
ক্রেতারা তাঁর সঙ্গে সেলফি তোলায় খুশি হন সেলিম। একগাল হেসে বললেন, “আমাকে ট্রাম্পের মতো দেখতে। সেজন্যই লোকজন আমার সঙ্গে সেলফি তোলেন। আমার ভালই লাগে” আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসবেন। ট্রাম্পের কাছে সেলিম বাগ্গার আবেদন, “সাহেব, আপনি নির্বাচনে জিতে গিয়েছেন। এবার এখানে আসুন। আমার তৈরি ক্ষীর খেয়ে যান। আপনার ভাল লাগবে।”