Bangladesh: বৃহস্পতিবারের মধ্যে জয়েন না করলে সব পুলিশের চাকরি চলে যাবে? বড় বার্তা

Aug 11, 2024 | 10:58 PM

Bangladesh: শেখাওয়াতের বার্তা, "একটি রাজনৈতিক দলের অবস্থা আজ দেখুন। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। যদি আপনি মনে করেন আমি এলাম, আমি দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চাঁদাবাজি করব। সেনাপ্রধানকে অনুরোধ করেছি আপনাদের পা ভেঙে দিতে।"

Bangladesh: বৃহস্পতিবারের মধ্যে জয়েন না করলে সব পুলিশের চাকরি চলে যাবে? বড় বার্তা
ফাইল ছবি।
Image Credit source: Facebook

Follow Us

ঢাকা: শেখ হাসিনা দেশ ছাড়ার পরও অস্থিরতা কাটেনি বাংলাদেশে। যদিও আপাতত অন্তর্বর্তী সরকারই দেশ চালাচ্ছে। নোবেলজয়ী মুহম্মদ ইউনুস খান সেই সরকারের মাথায়। দেশে শান্তি ফেরানোই তাঁদের প্রথম দায়িত্ব বলেছে অন্তর্বর্তী সরকার। আর এরইমধ্যে এবার দেশের পুলিশদের জন্য কড়া নির্দেশিকা জারি করা হল। জারি করলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শেখাওয়াত হোসেন। এখনও যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেননি, দ্রুত তাদের কাজে যোগ দিতে বলা হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। আগামী বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দিতে হবে তাদের। না হলে ধরে নেওয়া হবে তাঁরা কাজে ইচ্ছুক নন।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদে বসার পর প্রথমবার নিজের দফতরে আসেন এম শেখাওয়াত হোসেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখান থেকে কড়া বার্তা দেন। নাম না করে আওয়ামী লিগের প্রসঙ্গ তুলেই শেখাওয়াতের বার্তা, “একটি রাজনৈতিক দলের অবস্থা আজ দেখুন। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী দল, যার নামের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে। যদি আপনি মনে করেন আমি এলাম, আমি দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চাঁদাবাজি করব। সেনাপ্রধানকে অনুরোধ করেছি আপনাদের পা ভেঙে দিতে।”

সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভের আগুন জ্বলে বাংলাদেশে। ক্রমেই ছাত্র আন্দোলনের সঙ্গে মেশে সাধারণের প্রতিবাদ। সেই আন্দোলনের জোরে পড়ে যায় আওয়ামী লিগ সরকার। গত ৫ অগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনদিনের মাথায় ৮ অগস্ট তৈরি হয় অন্তর্বর্তী সরকার। ১৭ জন সদস্য নিয়ে গঠিত হয় এই অন্তর্বর্তী সরকার।

Next Article