ফ্লোরিডা: ঘরে ফিরলেন সুনীতারা। টানটান ১৭ ঘণ্টা শেষে ফ্লোরিডার উপকূলে সফল অবতরণ করল নাসা ও স্পেসএক্স-এর ক্রু নাইন (Crew 9)। আটলান্টিক মহাসাগরের বুকে নামল মহাকাশযান। একে একে বের করা হল চারজন মহাকাশচারীকে। ২৮৬ দিন স্পেস স্টেশনে কাটানোর পর অবশেষে সফল অভিযানে ফেরানো হল তাঁদের।
মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর একটানা ২৮৬ দিন কাটিয়েছেন স্পেস স্টেশনে। মঙ্গলবার ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে সুনীতাদের নিয়ে স্পেস স্টেশন ছাড়ে স্পেসএক্স-এর ড্রাগন যান। বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার উপকূলের কাছে অবতরণ করে এটি।
বেশ কিছুক্ষণ সমুদ্রে ভাসমান অবস্থায় থাকার পর শুরু হয় উদ্ধারকাজ। মহাকাশযান তোলার ব্য়বস্থা হয় একটি জাহাজে। নাসার মেডিক্যাল টিম সেই মহাকাশযান থেকে একে একে বের করে আনেন মহাকাশচারীদের। প্রথমে বাকি দুই মহাকাশচারীকে বের করে আনা হয়। তবে যেহেতু সুনীতা ও বুচ দীর্ঘসময় মহাকাশে থেকেছেন, তাই তাঁদের জন্য বিশেষ সহযোগিতার ব্যবস্থা করা হয়।
অবতরণের মুহূর্তের ছবি
নাসার তরফে জানানো হয়েছে, এদিন অবতরণের সময় আবহাওয়া অত্যন্ত অনুকূল ছিল, ফলে কোনও অসুবিধাই হয়নি। আকাশ ছিল পরিষ্কার, দৃশ্যমানতার ক্ষেত্রেও কোনও বাধা ছিল না। ফলে নির্বিঘ্নে অবতরণ করে মহাকাশযান। ড্রাগনের গতি নিয়ন্ত্রণে আনার জন্য চারটি প্যারাসুট জুড়ে যায়। জলে অবতরণ করার পর সেগুলি খুলে যেতে দেখা যায়।
Sunita Williams, NASA’s Crew-9 astronauts breathe Earthly air after 9 months, disembark from SpaceX’s Dragon
Read @ANI Story | https://t.co/rBF2X7lQKa#SunitaWilliams #NASA #SpaceX pic.twitter.com/lJ7TmSECpW
— ANI Digital (@ani_digital) March 18, 2025