Bangladesh: আরও বিপাকে ইউনূস! আমেরিকার মতোই বাংলাদেশে আর্থিক সাহায্য বন্ধের ঘোষণা এই দেশের

Bangladesh: এই তিন দেশ ছাড়াও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও প্রতিবছর ত্রাণ পাঠিয়ে থাকে সুইজ়ারল্যান্ড। কিন্তু আপাতত সংসদের এই সিদ্ধান্তের প্রভাব তাতে পড়বে না বলেই জানাচ্ছে ফেডারেল কাউন্সিল।

Bangladesh: আরও বিপাকে ইউনূস! আমেরিকার মতোই বাংলাদেশে আর্থিক সাহায্য বন্ধের ঘোষণা এই দেশের
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনূস Image Credit source: PTI

|

Jan 30, 2025 | 8:01 PM

ঢাকা: আমেরিকার জুতোয় পা গলাল সুইজ়ারল্য়ান্ড। বাংলাদেশে সমস্ত আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা করে দিল সুইস সরকার। বিশ্বের উচ্চবিত্ত দেশগুলির মধ্যে অন্যতম এই দেশ। এবার বাংলাদেশের মাথা থেকে হাত সরিয়ে নিল তারাও।

কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

ঠিক হঠাৎ নয়। বরং মেপেই নিজেদের চাল চেলেছে সুইজ়ারল্যান্ড। গত ডিসেম্বর থেকে আন্তর্জাতিক আর্থিক সহযোগিতায় টাকা ঢালা কমাতে উদ্যোগ নিয়েছে সেদেশের সংসদ। আর সেই সূত্র ধরেই চলতি বছরে আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১২১ মিলিয়ন মার্কিন ডলার সরিয়ে নিল তারা।

পাশাপাশি, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ছেঁটে দেওয়া হল ৩৫৩ মিলিয়ন মার্কিন ডলার। এই ত্রাণ বন্ধের জেরেই এবার বিপাকে পড়তে চলেছে বেশ কয়েকটি দেশ, যার মধ্যে অন্যতম ‘ইউনূসের বাংলাদেশ’। সেদেশের ফেডারেল কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, সংসদের এই সিদ্ধান্তে বাংলাদেশ-সহ প্রভাব পড়বে আলবেনিয়া ও জামবিয়াতেও। তাদের আরও দাবি , আপাতত ২০২৮ সাল পর্যন্ত এই সহযোগিতা চালানো হবে। কিন্তু তারপর থেকে আর কোনও রকম আর্থিক সহযোগিতা পাবে না এই দেশগুলি।

এই তিন দেশ ছাড়াও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও প্রতিবছর ত্রাণ পাঠিয়ে থাকে সুইজ়ারল্যান্ড। কিন্তু আপাতত সংসদের এই সিদ্ধান্তের প্রভাব তাতে পড়বে না বলেই জানাচ্ছে ফেডারেল কাউন্সিল।

উল্লেখ্য, ক্ষমতায় ফিরতেই ইউনূসের ‘বুলি বন্ধ’ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথগ্রহণের পাঁচ দিনের মাথায় বাংলাদেশ-সহ একাধিক রাষ্ট্রের জন্য সকল প্রকার সাহায্য় বন্ধ করে দিয়েছেন তিনি। যার জেরে ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সমস্ত উন্নয়নমূলক কাজও বন্ধ হয়েছে বাংলাদেশের অন্দরে।