Indo-Bangladesh Relation: ইলিশের পর বাংলাদেশের মিঠা জলের মাছ চাইছে ভারত, হয়ে গেল বড় বৈঠক

Rajib Khan | Edited By: জয়দীপ দাস

Sep 21, 2023 | 7:24 PM

Indo-Bangladesh Relation: বৈঠক শেষে বাংলাদেশের রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাসুদুর রহমান বলেন, “আমাদের দেশে মিষ্টি জলের মাছের উৎপাদন অনেক বেড়ে গিয়েছে। প্রায় পঞ্চাশ হাজার মেট্রিক টন মিষ্টি জলের মাছ উদ্বৃত্ত থেকে যাচ্ছে। সেই মাছ আমরা প্রতিবেশী দেশগুলিতে পাঠাতে চাইছি।”

Indo-Bangladesh Relation: ইলিশের পর বাংলাদেশের মিঠা জলের মাছ চাইছে ভারত, হয়ে গেল বড় বৈঠক
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

ঢাকা ও মালদহ: শুধু ইলিশ নয়, এবার বাংলাদেশ থেকে মিষ্টি দলের মাছও আমদানি করতে চাইছেন এ পার বাংলার ব্যবসায়ীরা। বাংলাদেশ থেকে মিষ্টি জলের মাছ আমদানির উদ্দেশ্যে মালদহের মাহাদিপুর সীমান্ত এলাকায় বৈঠক করলেন বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা। বৈঠকের পর দুই দেশের ব্যবসায়ীরাই জানান বেশ ফলপ্রসূ হয়েছে সামগ্রিক বৈঠক। এবার অপেক্ষা শুধু দুই দেশের সরকারের অনুমোদন। অনুমোদন পেলেই শুরু হয়ে যাবে আমদানি-রফতানি। 

বৈঠক শেষে বাংলাদেশের রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাসুদুর রহমান বলেন, “আমাদের দেশে মিষ্টি জলের মাছের উৎপাদন অনেক বেড়ে গিয়েছে। প্রায় পঞ্চাশ হাজার মেট্রিক টন মিষ্টি জলের মাছ উদ্বৃত্ত থেকে যাচ্ছে। সেই মাছ আমরা প্রতিবেশী দেশগুলিতে পাঠাতে চাইছি। বি বি আই এন চুক্তির মাধ্যমে নেপাল এবং ভুটানে রফতানির কথা ভাবছি। পাঠাতে চাইছি ভারতে। নতুন ব্যবসায়িক সম্ভাবনার খোঁজেই আমরা ভারতে গিয়েছিলাম। এখন অপেক্ষা সরকারি অনুমতির।”

অন্যদিকে মালদহ মার্চেন্ট চেম্বার অব কর্মাসের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভাল। এই কাজ হলে আরও উন্নতি হবে। সে কারণে এই বৈঠক আমাদের সকলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে এর জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের অনুমতি প্রয়োজন। সেটা পেয়ে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে।” 

Next Article