Luckiest Man: বিমান-ট্রেন দুর্ঘটনা, জ্বলন্ত গাড়ি থেকেও রক্ষা! বিশ্বের ‘অমর’ ব্যক্তিকে চেনেন?

Worlds Luckiest Person: সোশ্যাল মিডিয়ায় তাঁকে 'ভাগ্যবান' বলা হচ্ছে। কারণ, এমন দুর্ঘটনার পর বেঁচে ফেরাটা কোনও অংশে মিরাকলের থেকে কম নয়। তেমনই বিশ্বে এমন এক ব্যক্তি রয়েছেন, যাঁকে সবচেয়ে ভাগ্যবান বলা হয়ে থাকে।

Luckiest Man: বিমান-ট্রেন দুর্ঘটনা, জ্বলন্ত গাড়ি থেকেও রক্ষা! বিশ্বের অমর ব্যক্তিকে চেনেন?
Image Credit source: TV9 Network

Jun 15, 2025 | 1:30 AM

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় দেশজুড়ে শোকের আবহ। শুধুই দেশই কেন, বিশ্বেও এমন পরিস্থিতি। এয়ার ইন্ডিয়ার বিমানে কেবিন ক্রু সহ ছিলেন ২৪২ জন যাত্রী। আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে বিমানের উড়ান শুরু হলেও দ্রুতই তা ভেঙে পড়ে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় যেন ম্যাজিকও হয়েছে। 11A সিটে থাকা যাত্রী মৃত্যু মিছিল থেকে বেঁচে ফিরেছেন। যে কারণে আলোচনা সেই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘ভাগ্যবান’ বলা হচ্ছে। কারণ, এমন দুর্ঘটনার পর বেঁচে ফেরাটা কোনও অংশে মিরাকলের থেকে কম নয়। তেমনই বিশ্বে এমন এক ব্যক্তি রয়েছেন, যাঁকে সবচেয়ে ভাগ্যবান বলা হয়ে থাকে।

ফ্রান সেলেক-এর জীবন সিনেমার চিত্রনাট্যের চেয়ে কোনও অংশে কম নয়। এমন পরিস্থিতিতে তাঁর নামই সকলের মুখে। মৃত্যুর সঙ্গে যেন বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন। আর প্রতিবারই বেঁচে ফিরেছেন। বলা যায়, যমও যেন তাঁকে ভয় পান! কেন এমন বলা হচ্ছে?

বাস, ট্রেন, বিমান, গাড়ি-সব ধরনের দুর্ঘটনাতেই পড়েছিলেন ফ্রান সেলেক। প্রতিবারই মৃত্যুকে হারিয়েছেন। তাঁর জীবনে প্রথম বড়সড় দুর্ঘটনা ১৯৫৭ সালে। একটি বাসে চেপে যাচ্ছিলেন। হঠাৎই ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যায় বাস। হাতে গোনা কয়েকজন বেঁচে ছিলেন। তাঁর মধ্যে ফ্রান সেলেক একজন। এরপর ট্রেন দুর্ঘটনার কবলেও পড়েন। তিনি যে কামরায় ছিলেন সেটি লাইনচ্যুত হয়ে যায় এবং নদীতে পড়ে। এ বারও তিনি বেঁচে যান।

এখানেই শেষ নয়। আরও বড় দুর্ঘটনার কবলে পড়েন ফ্রান সেলেক। বাস, ট্রেনের পর বিমান দুর্ঘটনা। টেকনিক্যাল কারণে হঠাৎই বিমানের দরজা খুলে যায়। তিনি পড়ে যান। এখানেও ভাগ্য সঙ্গ দেয় তাঁর। একটি ঘাসের স্তুপে পড়েন। সে যাত্রায়ও বেঁচে যান ফ্রান সেলেক। দুঃখের বিষয়, বিমানে থাকা বাকি যাত্রীরা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দু-বার গাড়ি দুর্ঘটনার কবলেও পড়েন ফ্রান সেলেক। এক বার গাড়ির ইঞ্জিনে বিস্ফোরণ হয় এবং গাড়ি পুড়ে ছাই। কিন্তু গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়েন। ফলে বেঁচে যান তিনি। এরপর একটি গাড়ির তেলের ট্যাঙ্কে আগুন ধরে। গাড়ি নিয়ন্ত্রণ হারায়। পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। চলন্ত গাড়ি থেকেই ঝাঁপ মারেন। গাছে আটকে রক্ষা পান ফ্রান সেলেক।

এত বার জীবন পাওয়া বা মৃত্যুর মুখ থেকে ফেরাই শুধু নয়। প্রায় সাড়ে আট কোটির লটারিও জেতেন। সবচেয়ে বড় দিক, তিনি কিন্তু লটারির এই অর্থ নিজের বিলাসবহুল জীবনের জন্য নয়, বরং যাঁদের প্রয়োজন তাঁদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন।