নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই ভারতের বড় সাফল্য। ২৬/১১ হামলার অন্যতম অভিযুক্তকে ভারতে প্রত্যপর্ণের অনুমতি দিল মার্কিন আদালত। এদিন, মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর হোসেইন রানাকে ভারতে প্রত্যপর্ণে সায় আমেরিকার আদালতের। দীর্ঘদিন ধরে রানাকে ভারতে নিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছিল ভারত সরকার। অবশেষে নতুন বছরের প্রথম দিনেই দীর্ঘদিনের লড়াইয়ে মিলল সাফল্য।
পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর আপাতত আমেরিকার হাজতে বন্দি। এদিন বাইডেন সরকারের আবেদন মেনে তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ায় সায় দিয়েছে ওয়াশিংটনের নবম সার্কিট বেঞ্চ ।
২০২৩ সালের মে মাসে ওয়াশিংটনের ফেডারেল আদালত রানাকে ভারতে প্রত্যপর্ণের নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানায় অভিযুক্ত। গত বছরের ডিসেম্বর মাসে তাহাউরের প্রত্যপর্ণের মামলায় করা চ্যালেঞ্জকে খারিজ করার আর্জি জানিয়ে মার্কিন শীর্ষ আদালতে গিয়ে দ্বারস্থ হয় আমেরিকার সরকার।
প্রসঙ্গত, মুম্বইয় জঙ্গি হামলার ঘটনায় তাহাউরের বিরুদ্ধে মোট ৪০৫ পাতার চার্জশিট দায়ের করে মহারাষ্ট্র পুলিশ। পাকিস্তানের অন্দরে চলা জঙ্গি কার্যকলাপে প্রত্যক্ষভাবে মদত জোগায় তাহাউর, এমনটাই অভিযোগ তাদের। এমনকী মুম্বই হামলার মাস্টারমাইন্ড ডেভিড হেডলিকেও সন্ত্রাসবাদী কার্যকলাপে যাবতীয় মদত জুগিয়ে থাকে এই পাক বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী।
দীর্ঘদিন ধরে তাহাউরকে এদেশে আনতে মরিয়া ভারত সরকার। তার বিরুদ্ধে দূর দেশে যাবতীয় প্রমাণও পাঠিয়েছে নয়াদিল্লি। অবশেষে ২০২০ সালে জুন মাসে নথিপ্রমাণের ভিত্তিতে মুম্বই নাশকতার ঘটনাতে তাহাউরকে গ্রেফতার করে আমেরিকার পুলিশ। গ্রেফতার হতেই জামিনের জন্য মরিয়া হয়ে পড়ে সে। আবেদনও জানায় একাধিক বার। তবে জামিনের আর্জি ও খারিজের টানাপোড়েনের মাঝে পড়ে ক্রমাগত প্রশস্ত হয়ে চলছিল ভারতে প্রত্যপর্ণের মামলা।