Donald Trump Invites Tarique Rahman: ইউনূসকে টপকে খালেদা-পুত্রকে ‘ব্রেকফাস্টে’ আমন্ত্রণ ট্রাম্পের! শেষ হল ‘ওস্তাদি’র দিন?
Donald Trump Invites Tarique Rahman: বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার বুকে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে খালেদা-পুত্র তারেক রহমান-সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খাসরু মাহমুদ চৌধুরীকে যোগদানের জন্য় আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাতঃরাশের জন্য আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের, এমনটাই দাবি বিএনপির মিডিয়া সেলের সদস্য শইরুল কবীর খানের। আগামী ৬ ফেব্রুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে ইউনূসকে টপকে খালেদা জিয়ার পুত্র-সহ আরও দুই নেতাকে আমন্ত্রণ জানাল সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার বুকে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে খালেদা-পুত্র তারেক রহমান-সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খাসরু মাহমুদ চৌধুরীকে যোগদানের জন্য় আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
কী এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট?
এই খবরটিও পড়ুন
আমেরিকায় প্রতি বছর একটি নির্দিষ্ট দিন ধার্য করে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। যেখানে যোগদান করেন দেশ বিদেশের ৩ হাজারেরও বেশি প্রভাবশালী মানুষ। রাজনীতিক, সামাজিক কর্মী কিংবা শিল্পপতি, সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্র থেকেই প্রভাবশালী ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানিয়ে থাকেন রাষ্ট্রপতি। সারাদিন ধরে চলে খাওয়া-দাওয়া, প্রার্থনা ও দেশ বিদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা।
এবার সেই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদানের জন্য আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশ্য তিনি ট্রাম্পের ডাকা সাড়া দেবেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি। তবে ট্রাম্পের এই আহ্বান আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি তাঁদের আরও মত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে কার্যত ‘এড়িয়ে গিয়ে’ বিএনপি চেয়ারম্যানকে ট্রাম্পের আমন্ত্রণ প্রভাব ফেলতে পারে বাংলাদেশের রাজনীতিতেও।
উল্লেখ্য, গতকালই আবার ১৭ বছর পর তারেক রহমানের দেশের ফেরা নিয়ে জল্পনা উস্কে দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যে পুরোপুরি মুক্ত হবেন এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন’, দাবি করেন তিনি। আর তারপর আজকেই এমন ঘটনা। ইউনূসের যে চিন্তার দিন ঘনিয়ে আসছে সেই ইঙ্গিত দিচ্ছে এই খবরগুলি, মত একাংশের।