Monk Arrest in Bangladesh: চিন্ময়কৃষ্ণের পরে আরও এক, বাংলাদেশে সাধু গ্রেফতার অব্যাহত
Monk Arrest in Bangladesh: জানা গিয়েছে, কোনও অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাঁকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ।
ভারত সরকারের সাবধান বাণীকে যেন তোয়াক্কা করছে না বাংলাদেশ। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারির পরেই এবার দ্বিতীয় সন্ন্যাসীকে গ্রেফতার করল বাংলাদেশের পুলিশ। গ্রেফতার হওয়া সন্ন্যাসীর নাম শ্যাম দাস প্রভু। সূত্রের খবর তিনি চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে জেলে দেখা করতে গিয়েছিলেন।
জানা গিয়েছে, কোনও অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাঁকে গ্রেফতার করেছে চট্টগ্রাম পুলিশ। এই ভাবে কাউকে গ্রেফতার করলে বা আটকে রাখলে অবশ্য পরে ছেড়ে দিতে হয়। এই ক্ষেত্রে তা হবে কিনা সেটাই দেখার!
ইসকন কলকাতার মুখপাত্র এবং ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস নিজের এক্স মাধ্যমে শ্যাম দাস প্রভুর একটি ছবি পোস্ট করে লেখেন, “আরেকজন ব্রহ্মচারী শ্রী শ্যাম দাস প্রভুকে আজ চট্টগ্রাম পুলিশ গ্রেফতার করেছে।”
প্রসঙ্গত, এর আগেও চিন্ময়কৃষ্ণ দাসকে জেলে ওষুধ ও প্রসাদ দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দু’জন ভক্ত আদিনাথ ব্রহ্মচারী ও রঙ্গনাথ দাস।
Another Brahmachari Sri Shyam Das Prabhu was arrested by Chattogram Police today. #ISKCON #Bangladesh#SaveBangladeshiHindus pic.twitter.com/DTpytXRQeP
— Radharamn Das राधारमण दास (@RadharamnDas) November 29, 2024
গত সোমবার বাংলাদেশের চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয় সন্ন্যাসী চিন্মকৃষ্ণ দাসকে। তারপরেই তাঁর মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ একাধিক এলাকায় পথে নেমে বিক্ষোভ দেখান সংখ্যালঘু ও হিন্দুরা।
চিন্ময়কৃষ্ণ দাসের বেলের আপিল খারিজ করে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। জনতা এবং পুলিশের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে একজন মুসলিম আইনজীবির।
এর পরেই শুক্রবার ভারত সরকারের বিদেশমন্ত্রক বাংলাদেশে হিন্দুদের এবং সংখ্যালঘুদের হামলার ঘটনার তীব্র নিন্দা করে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “চিন্ময়কৃষ্ণ দাসের বিচার প্রক্রিয়া নিরপেক্ষ ও সঠিক হবে বলেই আশা।” হিন্দুদের সুরক্ষাও ‘নিশ্চিত’ করতে হবে সরকারকে, বলে বার্তা দেওয়া হয় বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশে নানা ভাবে হেনস্থা করার চেষ্টা চলছে হিন্দুদের বলেই অভিযোগ। এমনকি সাধু-সন্ন্যাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
অন্যদিকে উত্তোরত্তর যেন বেড়ে চলেছে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা। বহু হিন্দু মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অনেকেই।