Pakistan Train Derailed: লাইনচ্যুত ১০টি বগি, পাকিস্তানে বড় মাপের রেল বিপর্যয়! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Pakistan Train Derailed: পাক সংবাদ চ্যানেল জিও নিউজ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি হাজারা এক্সপ্রেস, সেটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল। মাঝপথে, সাহারা রেল স্টেশনের কাছে এক জায়গায় ওই দুর্ঘটনা ঘটেছে।

Pakistan Train Derailed: লাইনচ্যুত ১০টি বগি, পাকিস্তানে বড় মাপের রেল বিপর্যয়! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকাজে Image Credit source: Twitter

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 06, 2023 | 5:55 PM

ইসলামাবাদ: পাকিস্তানে বড় মাপের দুর্ঘটনা। লাইনচ্যুত হল একটি ট্রেনের অন্তত দশটি বগি। প্রাথমিক খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ৮০ জন গুরুতর আহত হয়েছেন। তবে, হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পাক সংবাদ চ্যানেল জিও নিউজ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি হাজারা এক্সপ্রেস, সেটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল। শাহজাদপুর এবং নবাবশাহের মাঝে, সাহারা রেল স্টেশনের কাছে এক জায়গায় ওই দুর্ঘটনা ঘটেছে। জায়গাটি করাচি শহর থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে। আহত যাত্রীদের নিকটবর্তী একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক কী কারণে ট্রেনটির এতগুলি বগি লাইনচ্যুত হল, তার কারণ এখনও জানা যায়নি। জানা গিয়েছে, ট্রেনটিতে মোট ১৭টি বগি ছিল। বাতানুকূল কামড়ায় ছিলেন ৭২ জন। আর অন্যান্য কামড়াগুলিতে ছিলেন প্য়রা  ৯৫০ জন যাত্রী।

পাক রেলওয়ের ডিভিশনাল সুপারিন্টেন্ডেন্ট সুক্কুর মাহমুদুর রহমান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কামড়াগুলি থেকে হতাহতদের উদ্ধার করার কাজ চলছে। আহতদের অধিকাংশকে নবাবশাহর পিপলস মেডিক্যাল হসপিটালে ভর্তি করা হয়েছে। রোহরির লোকো শেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে ঘটনাস্থলের উদ্দেশে। তিনি আরও জানিয়েছেন, এই দুর্ঘটনার জন্য ওই শাকার আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বেনজিরাবাদ পুলিশের ডিআইজি ইওনিয় চান্দিও জানিয়েছেন, লাইনচ্যুত ১০টি বগির মধ্যে ৯টি থেকেই হতাহতদের উদ্ধারের কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি কামড়াটি থেকে হতাহতদের উদ্ধার করতে ভারী যন্ত্রপাতি লাগবে।

এদিকে পাকিস্তানের রেল ও অসামরিক বিমান পরিবহন মন্ত্রী খোয়াজা সাদ রফিক জানিয়েছেন, এই দুর্ঘটনা কেউ ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে থাকতে পারে। তবে, যান্ত্রিক ত্রুটির কারণেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। অবশ্য এই মুহূর্তে উদ্ধার ও ত্রাণের কাজকেই তাঁরা অগ্রাধিকার দিচ্ছেন। মানুষের প্রাণ রক্ষার পরই, এই ঘটনার বিষয়ে তদন্ত করা হবে। সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ ঘটনাস্থলে যাচ্ছেন। স্থানীয় সকল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাক রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার ও ত্রাণের কাজ শেষ করতে অন্তত ১৮ ঘণ্টা সময় লগতে পারে। বগিগুলি সরানোর পর, রেল লাইন সারানোর কাজ শুরু করা হবে।