ঢাকা: অস্থির পরিস্থিতি বাংলাদেশে। সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ উঠছে সে দেশের কট্টরপন্থীদের বিরুদ্ধে। যার জেরে ভারত-বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এই আবহের মধ্যেই এবার বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনে উদযাপন হল ‘মৈত্রী দিবস’
শনিবার ঢাকায় ভারতীয় হাই কমিশন ‘মৈত্রী দিবস’-এর ৫৩ তম বার্ষিকী উদযাপন করে। একটি সাংস্কৃতিক সন্ধেরও আয়োজন করা হয়। ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিনটিকে ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি মাইলফলক হিসেবেও বর্ণনা করেন। তিনি বলেন, উভয় দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে একে অপরের সঙ্গে জড়িত। এই সম্পর্কের ভিত্তি হল মানুষ। শুধু তাই নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যত যুব সমাজের উপর নির্ভরশীল বলেও বিশেষভাবে জোর দেন তিনি।
এ দিনের অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের শিক্ষার্থী ও যুবসমাজের একাংশ। এছাড়াও দুই দেশের নামী অতিথিরাও উপস্থিত ছিলেন এদিনের সন্ধেয়। বস্তুত, বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার বাংলাদেশ স্বাধীনতা অর্জনের দশ দিন আগে, ১৯৭১ সালের এই দিনে ভারত বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে।