Trawler Sink: বিয়ের দিনই মুছল সিঁদুর, ট্রলারডুবির দুইদিন পর নিখোঁজ বর সহ ৪ জনের দেহ উদ্ধার
Bangladesh: গত শুক্রবার দুপুরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিয়ে করে ফেরার পথে তেতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌঁছনোর পরই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ২০ জন বরযাত্রীসহ ট্রলারটি ডুবে যায়।
ঢাকা: শ্বশুরবাড়ি অনেক দূরে। ট্রলারে করে নিয়ে নববধূকে নিয়ে আসা হচ্ছিল শ্বশুরবাড়িতে। কিন্তু মাঝ নদীতে ঘটেছিল বিপত্তি। পটুয়াখালীর দশমিনায় গত ২৮ এপ্রিল ট্রলারডুবি হয়। বর ও বরযাত্রী সহ অনেকেই ডুবে যান। একজনের মৃতদেহ উদ্ধার করা হলেও, খোঁজ মিলছিল না বর, তাঁর মা সহ চারজনের দেহের। অবশেষে দুইদিন বাদে, রবিবার উদ্ধার হল চারজনের দেহ। নিখোঁজ চারজনেরই দেহ উদ্ধার হওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত বলে ঘোষণা করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস।
জানা গিয়েছে, রবিবার, ৩০ এপ্রিল তেতুলিয়া নদীর পাতার চর এলাকা থেকে নিখোঁজ বর রাব্বি হাওলাদার (২২) ও তাঁর মা সেলিনা বেগমের (৪১) মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি রবিবারই সকাল সাড়ে দশটা নাগাদ বন্যাতলী এলাকা থেকে বরের শ্যালিকা মারুফা (৮) এবং দুপুর ১টার দিকে বরের পিসতুতো বোন খাদিজার (৭) মরদেহ উদ্ধার করা হয়।
গত শুক্রবার দুপুরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হওলাদরের ছেলে রাব্বির সঙ্গে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকাল চারটার দিকে বিয়ের আনুষ্ঠান শেষ হয়। এরপর বরযাত্রীরা ট্রলার নিয়ে আউলিয়াপুরের উদ্দেশে রওনা দেয়। তেতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌঁছনোর পরই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ২০ জন বরযাত্রীসহ ট্রলারটি ডুবে যায়।
ট্রলারডুবির পর পরই ১৫ জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয়ে যায় বর রাব্বী, তাঁর মা সেলিনা বেগম, পিসি লিপি বেগম, পিসতুতো বোন খাদিজা ও ফুফাতো বোন মারিয়া। পরে স্থানীয়রা ওই দিনই ফুফু লিপি বেগমের লাশ উদ্ধার করে। বাকিদের দেহ উদ্ধার না হওয়ায় বিগত দুইদিন ধরে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান জারি রাখা হয়। রবিবার সকালে নিখোঁজ সকলের লাশ উদ্ধার হয়, এরপরই উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করে ফায়ার সার্ভিস। স্থানীয় পুলিশ আধিকারিক জানান, এখনও পর্যন্ত নিখোঁজ সকলের দেহ উদ্ধার হয়েছে। উপজেলা প্রশাসনের তরফ থেকে দেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।