বাংলাদেশ: স্ত্রীকে নিয়ে শ্যালিকার বাড়িতে বেড়াতে এসেছিলেন স্বামী। সেখানেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি। রাগে স্ত্রীর উপর ছুরি চালিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঘটনা। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
ধৃতের নাম মাসুম মিঞা। বয়স ২৪। হবিগঞ্জের সুলতানশির বাসিন্দা তিনি। বছর চারেক আগে প্রেম করে বিয়ে করেন ১৯ বছর বয়সী শাহিমা আখতারকে। পরিবার সূত্রে খবর, বিয়ের পর থেকেই নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হতো না। প্রায়ই কথা কাটাকাটি চলত। মাঝেমধ্যে পরিস্থিতি একেবারে হাতে বাইরে চলে যেত। তবু স্বামীর ঘরেই ছিলেন শাহিমা।
মাসুম গত ২৭ মার্চ শাহিমাকে নিয়ে তাঁর শ্যালিকা হালিমার বাড়ি শ্রীমঙ্গলের সুরভিপাড়ায় যান। সেখানেই ছিলেন গত কয়েকদিন। এরইমধ্যে বৃহস্পতিবার ফের স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় অশান্তি। কথা কাটাকাটি চরমে পৌঁছয় বলে অভিযোগ।
আরও পড়ুন: পাঁচদিনে ৩ লক্ষ মানুষের টিকাকরণ! বাদ যাবেন না শহরের একজনও
অভিযোগ, অশান্তি চলাকালীনই মধ্যেই হঠাৎ সামনে থাকা ছুরি শাহিমার বুকে বসিয়ে দেন মাসুম। মুহূর্তে লুটিয়ে পড়ে তাঁর রক্তাক্ত দেহ। তখনও গোঙাচ্ছিলেন শাহিমা। চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। আসেন শাহিমার বোন হালিমাও। দরজা ঠেলে ঘরে ঢুকতেই দেখেন রক্তে ভাসছেন শাহিমা।
খবর দেওয়া হয় থানায়। শ্রীমঙ্গল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। মৌলভীবাজার সদর হাসপাতালে দেহ পাঠানো হয়েছে। একইসঙ্গে মাসুমকেও থানায় নিয়ে যায় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই ঘটনার আসল কারণ জানতে চায়।