ঢাকা: সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না কোনোভাবেই। তাই ফের নতুন করে পূর্ণ লকডাউনের (Full lockdown) কথাই ভাবছে বাংলাদেশ (Bangladesh)। আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য দেশ জুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হতে পারে। এমনই ইঙ্গিত দিলেন বাংলাদেশের মন্ত্রী।
বাংলাদেশের সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার এ কথা জানিয়েছেন। গত সোমবারই এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছিল বাংলাদেশের সরকার। কিন্তু পরে বিক্ষোভের মুখে পড়ে দোকান-শপিংমল আট ঘন্টার জন্য খুলে রাখার কথা ঘোষণা করা হয়।
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪৬২ জন। মৃত্যু হয়েছে ৬৩ জনের। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় ৩১,৬৫৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শুক্রবারে সুস্থ হয়ে উঠেছেন ৩৫১১ জন। এই নিয়ে বাংলাদেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬৭৩৫৯৪, আর মোট মৃতের সংখ্যা ৯৫৮৪।
ভারতেও পাল্লা দিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। তবে এখনই দেশ জুড়ে লকডাউনের কথা ভাবছে না কেন্দ্র। কোথাও কোথাও আংশিক লকডাউন ও নৈশ কার্ফু জারি করা হয়েছে।