কবে খুলবে কলেজ-বিশ্ববিদ্যালয়, জানালেন শেখ হাসিনা

Jun 29, 2021 | 9:37 PM

Bangladesh: বাংলাদেশে করোনার জেরে জারি রয়েছে কড়া কোভিড বিধি।

কবে খুলবে কলেজ-বিশ্ববিদ্যালয়, জানালেন শেখ হাসিনা
ফাইল চিত্র

Follow Us

ঢাকা: বিশ্ব জুড়ে চলছে মহামারির সঙ্গে কঠিন লড়াই। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সেখানেও দিনের পর দিন লকডাউন জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হচ্ছে। এরই মধ্যে আশার কথা শোনালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের মতো বাংলাদেশেও বন্ধ সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে সেখানে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আশার কথা শোনালেন হাসিনা। তিনি জানিয়েছেন পড়ুয়াদের টিকাদান শেষ হলেই সরকার উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবে।

মঙ্গলবার বাংলাদেশের সংসদে হাসিনা বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা প্রদান ইতিমধ্যেই শুরু হয়েছে। এই টিকাকরণ সম্পূর্ণ হলেই কলেজ ও বিশ্ববিদ্যালয় ‍খুলে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। আর সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা খুলে দেওয়া হবে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের ১৭ মার্চ থেকে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা পরিকল্পনা নিয়ে সেগুলি চালু করা যায়নি। মঙ্গলবারও শিক্ষা মন্ত্রকের এক ঘোষণায় সব স্কুল, কলেজ ও মাদ্রাসার ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে সরকার পরিকল্পনা করেছিল, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সবাইকে টিকা দিয়ে মে মাসে ক্লাস খুলে দেওয়া হবে। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং টিকার সঙ্কটে সে চেষ্টা এগোয়নি।

আরও পড়ুন: রেকটামে রক্তপাত, মিউকরমাইকোসিসের পর করোনা আক্রান্তদের শরীরে হাজির নতুন সংক্রমণ

করোনা পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের জন্য বাংলাদেশে ‘আমার গৃহ আমার স্কুল’ এবং প্রাথমিক পর্যায়ে ‘ঘরে বসে শিখি’ সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ সংসদ টেলিভিশনের মাধ্যমে। এছাড়া বাংলাদেশে কমিউনিটি রেডিও এবং অনলাইনের মাধ্যমেও ক্লাস চলছে। চলতি বছরের ১ জানুয়ারি সরকার স্বাস্থ্যবিধি মেনে পড়ুয়াদের বিনামূল্যে বইও দেওয়া হয়েছে বলে্ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Next Article