ঢাকা: ডেঙ্গি (Dengue) পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে বাংলাদেশে (Bangladesh)। গত কয়েক বছরের তুলনায় এবারে ডেঙ্গির প্রকোপ দ্রুত গতিতে বাড়ছে। বাংলাদেশে ডেঙ্গিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪ অঙ্কের সংখ্যায়। অর্থাৎ কেবল এই মরশুমেই ডেঙ্গি সংখ্যা এক হাজার ছড়িয়েছে। বাংলাদেশ স্বাস্থ্য দফতরের হেল্থ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গি বিষয়ক দেওয়া সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ হেল্থ এমার্জেন্সি অপারেশন সেন্টারের তরফে আরও জানানো হয়, রিপোর্ট প্রকাশের আগের ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। ফলে বাংলাদেশে চলতি বছর ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২,৮৮২ জন। যা নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৮৮ জন।
হেল্থ এমার্জেন্সি অপারেশন সেন্টারের সর্বশেষ রিপোর্ট অনুসারে, বর্তমানে সমগ্র বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৩৫৭ জন ডেঙ্গি রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কেবল রাজধানী, ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে বর্তমানে ৩ হাজার ১২০ জন ডেঙ্গি রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর মোট ডেঙ্গি আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত ২ লাখ ৫ হাজার ২৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৩ হাজার ৮৫১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২২ হাজার ৪৩৭ জন।