Death Threat: নোবেলজয়ী ইউনুসের আইনজীবীকে ‘প্রাণনাশের হুমকি’, অভিযোগ দায়ের

Rajib Khan | Edited By: অংশুমান গোস্বামী

Jun 07, 2023 | 11:18 PM

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মহম্মদ ইউনুসের আইনজীবী প্যানেলের একজন সদস্য হলেন আইনজীবী তানভির আহমেদ। এ দিকে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা মহম্মদ ইউনুস বিরুদ্ধে পাঁচ বছরে প্রায় ১২০০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ উঠেছে।

Death Threat: নোবেলজয়ী ইউনুসের আইনজীবীকে ‘প্রাণনাশের হুমকি’, অভিযোগ দায়ের
মহম্মদ ইউনুস

Follow Us

ঢাকা: কর ফাঁকির অভিযোগে বিদ্ধ হয়েছেন বাংলাদেশে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী মহম্মদ ইউনুস। এ বার তাঁর আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মোবাইল ফোনে ইউনুসের আইনজীবী তানভির আহমেদকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বুধবার মহম্মদপুর থানায় এ নিয়ে জেনারেল ডায়েরি করেছেন ইউনুসের আইনজীবী। থানায় দায়ের করা অভিযোগে আইনজীবী তানভির আহমেদ জানিয়েছেন, একটি অপরিচিত নম্বর থেকে তাঁর মোবাইলে মিসড কল ছিল। তিনি সেই নম্বরে ফোন করতেই মামলার বিষয়ে কথা বলার কথা জানানো হয়। এর পরই তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। সেই সঙ্গে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তানভিরের।

অপরিচিত নম্বর থেকে হুমকি ফোনের প্রসঙ্গে তানভির আহমেদ বলেছেন, “অপরিচিত নম্বর থেকে মিডস কল দেখে রাত সাড়ে ৮টা নাগাদ আমি ফোন করি। ফোনের অপর প্রান্তে থাকা যুবক আমার সঙ্গে দেখা করবেন বলে চেম্বারের ঠিকানা চান। তিনি আমাকে বলেন পারিবারিক মামলার বিষয়ে কথা বলবেন। এ কথা সে কথা বলতে বলতে ফোনের অপর প্রান্তে থাকা যুবক আমাকে গালিগালাজ করতে থাকেন। আমার মাকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। আমি কল রেকর্ডিং অন করতেই ফোন কেটে দেন।” এই ঘটনার পর তিনি ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ইউনুসের আইনজীবী। নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন বলেও দাবি করেছেন। পরে অনেকবার ওই যুবককে ফোন করা হলেও মোবাইল ফোন নম্বর বন্ধ ছিল বলে জানান আইনজীবী তানভির আহমেদ।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মহম্মদ ইউনুসের আইনজীবী প্যানেলের একজন সদস্য হলেন আইনজীবী তানভির আহমেদ। এ দিকে গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা মহম্মদ ইউনুস বিরুদ্ধে পাঁচ বছরে প্রায় ১২০০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ উঠেছে। সেই সংক্রান্ত ১৩টি মামলার শুনানি করতে নতুন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। বিচারপতি খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চে এই মামলার শুনানি হবে।