Bangladesh News: বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ভস্মীভূত ২ হাজারের বেশি ঘর-বাড়ি

Rajib Khan | Edited By: Sukla Bhattacharjee

Mar 05, 2023 | 9:33 PM

ক্যাম্পের একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয় বলে দমকলকর্মীরা জানিয়েছেন। কয়েক মুহূর্তের মধ্যেই আগুন অন্যান্য ঘর-বাড়িতে ছড়িয়ে পড়ে।

Bangladesh News: বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ভস্মীভূত ২ হাজারের বেশি ঘর-বাড়ি
বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন।

Follow Us

কক্সবাজার: ফের অগ্নিকাণ্ড বাংলাদেশে। এবার ভয়াবহ আগুন লাগল রোহিঙ্গা ক্যাম্পে। ভস্মীভূত হয়ে গিয়েছে ২ হাজারের বেশি ঘর-বাড়ি। পুড়ে গিয়েছে রোহিঙ্গাদের বেশ কিছু দোকানও। রবিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালি এলাকায় এই অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। অগ্নিকাণ্ডে ঘর-বাড়ি ভস্মীভূত হলেও হতাহতের কোনও খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ৩টে নাগাদ কক্সবাজারের উখিয়ার বালুখালিতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লাগে। ক্যাম্পের ডি-১৫ ব্লকের একটি রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয় বলে দমকলকর্মীরা জানিয়েছেন। কয়েক মুহূর্তের মধ্যেই আগুন অন্যান্য ঘর-বাড়িতে ছড়িয়ে পড়ে। তারপর দমকলের ৬টি ইউনিটের দু-ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। বিকেল সওয়া ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বহু ঘর-বাড়ি ভস্মীভূত হলেও পুলিশ ও দমকলকর্মীরা যথা সময়ে সকল বাসিন্দাকে বের করে নিয়ে আসায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

এদিনের অগ্নিকাণ্ডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত উখিয়ার ক্যাম্পের বাসিন্দা শফিক উল্লাহ আক্ষেপের সুরে বলেন, “আগুনে সব পুড়ে নিঃস্ব হয়ে গিয়েছি। এখানে দুই হাজার ঘর-বাড়ি আগুনে পুড়ে গিয়েছে। এর মধ্যে বেশ কিছু দোকান-পাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।”

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের সহকারী পরিচালক শাহজাহান জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় বিকেল সওয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ইন-চার্জ তথা সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার আধিকারিক সরওয়ার কামাল বলেন, “প্রায় ২ ঘণ্টা পর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু হয়েছে।”

Next Article