Shakib Khan: শাকিব খানের বিরুদ্ধে মামলা প্রযোজকের, শোরগোল ওপার বাংলার সিনে পাড়ায়
Shakib Khan: এর আগে গত ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রহমত উল্লাহর বিরুদ্ধে ‘তোলাবাজি ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে মামলা করেন শাকিব খান।
ঢাকা: বাংলাদেশের সুপার হিরো শাকিব খানের (Bangladesh Super Hero Shakib Khan) বিরুদ্ধে মামলা করলেন মোহাম্মদ রহমত উল্লাহ নামে এক প্রযোজক। গত ১৩ তারিখ প্রথম মানহানির মামলা করলেও বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি জানান। বৃহস্পতিবার ঢাকার বিজয় নগরের একটি ল ফার্মে অনুষ্ঠিত হয় এই সংবাদিক সম্মেলন।
সেখানেই প্রযোজক রহমত উল্লাহর পক্ষে কথা বলেন তাঁর আইনজীবী মহম্মদ তাবারক হোসেন ভুইঞা। তিনি বলেন, ‘আমার মক্কেলের নামে (রহমত উল্লাহ) শাকিব খান যে মানহানিকর বক্তব্য রেখেছিলেন তা প্রত্যাহারের জন্য আমরা তাঁকে লিগাল নোটিশ পাঠিয়েছিলাম। কিন্তু, তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার করেননি। ফলে মামলা করতে আমরা বাধ্য হয়েছি।” তিনি আরও বলেন, “শাকিব আমাদের লিগাল নোটিশের উত্তর না দিয়ে মামলা করে দেন। এরপরই আমার মক্কেল অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছেন আইনি লড়াইয়ের জন্য। তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় দেশে এসেছেন। আমরাও মামলা করেছি। আমরা আমাদের দেশের দণ্ডবিধির ৪৯৯, ৫০০ ও ৫০১ ধারায় মামলা করেছি। আমাদের মামলা গৃহীত হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।”
রহমত উল্লাহ বলেন, “কিছু মামলা এর মধ্যে হয়েছে। সেগুলি চলছে। মামলা চলাকালীন আমি এমন কিছু বলব না, যেটা মামলার উপর প্রভাব ফেলবে।” প্রসঙ্গত, এর আগে গত ২৩ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রহমত উল্লাহর বিরুদ্ধে ‘তোলাবাজি ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে মামলা করেন শাকিব খান। এ সময় আদালত তাঁর জবানবন্দিও গ্রহণ করে। সেই সঙ্গে রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হওয়ার সমন জারি করে আদালত।
এর চার দিন পর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে গিয়ে রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন শাকিব। বিচারক এ এম জুলফিকার হায়াত বাদীর জবানবন্দি শুনে বিষয়টি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ৬ জুন রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। তারমধ্যে পাল্টা মামলা করে দেন রহমত উল্লাহ।