Sheikh Hasina: ফুল ফুটতে দিন, সময়মত সবচেয়ে সুন্দর ফুলটিই বেছে নেব: শেখ হাসিনা

Rajib Khan | Edited By: অংশুমান গোস্বামী

Jun 21, 2023 | 9:11 PM

শেখ হাসিনা বলেছেন, "বাংলাদেশে গণতন্ত্র আছে। মানুষের ভিতরে আস্থা, বিশ্বাস ফিরে এসেছে। দারিদ্রতা কমেছে, মানুষের আয় বেড়েছে, সবদিক থেকে উন্নতি হয়েছে। তাই নির্বাচনে স্বাভাবিকভাবে প্রার্থী হওয়ার জন্য অনেকেরই আকাঙ্ক্ষা থাকবে। নির্বাচন যখন আসবে তখনই প্রার্থী বেছে নেওয়া হবে।"

Sheikh Hasina: ফুল ফুটতে দিন, সময়মত সবচেয়ে সুন্দর ফুলটিই বেছে নেব: শেখ হাসিনা
শেখ হাসিনা

Follow Us

ঢাকা: দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। নির্বাচন যত এগিয়ে আসছে প্রার্থী হওয়া নিয়ে নেতাকর্মীদের ভিতর উৎসাহ বাড়ছে। এই বিষয় নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের সভানেত্রী প্রার্থী বাছাই নিয়ে কৌশলী মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “শত ফুল ফুটতে দিন। যে ফুলটি সবচেয়ে সুন্দর সেটিই আমি বেছে নেব।” এমনকি সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলেও জানিয়েছেন। এবং তা নির্দিষ্ট সময়েই হবে বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলেও জানিয়েছেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশে গণতন্ত্র আছে। মানুষের ভিতরে আস্থা, বিশ্বাস ফিরে এসেছে। দারিদ্রতা কমেছে, মানুষের আয় বেড়েছে, সবদিক থেকে উন্নতি হয়েছে। তাই নির্বাচনে স্বাভাবিকভাবে প্রার্থী হওয়ার জন্য অনেকেরই আকাঙ্ক্ষা থাকবে। নির্বাচন যখন আসবে তখনই প্রার্থী বেছে নেওয়া হবে।” স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করা আওয়ামী লীগের লক্ষ্য বলেও জানান হাসিনা। তিনি আরও বলেছেন, “আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রে বিশ্বাস করে বলেই দেশের মানুষের কাছে তাঁদের গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আর গণতন্ত্র ফিরিয়ে এনেছি বলেই গণতান্ত্রিক পরিবেশে যখন নির্বাচন হবে, তখন অনেকেই প্রার্থী হতে পারেন। প্রার্থী যদি হয়, শত ফুল ফুটতে দিন, যে ফুলটি সবচেয়ে সুন্দর সেটা আমি বেছে নেব।” নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং যখন হওয়ার তখনই হবে।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, “জনসংখ্যার তুলনায় আমাদের চাষের উপযোগী জমি সীমিত। তার পরও আমরা খাদ্য উৎপাদন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। আমাদের হাতে যে কাজগুলো ছিল সেগুলো আমরা করতে পেরেছি। কিন্তু যেসব জিনিস বাইরে থেকে আনতে হচ্ছে সেসব জিনিসের দাম বেড়ে গেছে। পরিবহণ খরচ বেড়ে গেছে। যার আঘাত আমাদের উপর এসে পড়ছে। তার পরও আমাদের দেশের মানুষের যেন কষ্ট না হয় তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

Next Article