AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Venezuela: নাক থেকে গলগল করে রক্ত, হচ্ছিল রক্তবমি! আমেরিকার এই গোপন অস্ত্রেই কি লুটিয়ে পড়ল একের পর এক সেনা?

US-Venezuela: নিউ ইয়র্ক পোস্টের রিপোর্টে দাবি করা হয়েছে, মাত্র আটটি হেলিকপ্টারে ২০ জন মার্কিন সেনা অভিযান চালিয়েছিল। তাও তারা ভেনেজুয়েলার সেনাদের হারিয়ে দেয়। মাদুরোর সেনাদের দাবি, আমেরিকা এমন কোনও অস্ত্র ব্যবহার করেছিল, যা আগে কেউ কখনও দেখেনি বা এর বিরুদ্ধে লড়াই করেনি।

Venezuela: নাক থেকে গলগল করে রক্ত, হচ্ছিল রক্তবমি! আমেরিকার এই গোপন অস্ত্রেই কি লুটিয়ে পড়ল একের পর এক সেনা?
ফাইল চিত্রImage Credit: PTI
| Updated on: Jan 11, 2026 | 2:56 PM
Share

ওয়াশিংটন: ভেনেজ়ুয়েলা অভিযান গোটা বিশ্বের নজর কেড়েছে। সে দেশে ঢুকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘ অপহরণ’ করে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  প্রশ্ন উঠেছে, কীভাবে একটা সার্বভৌম্য গণতান্ত্রিক দেশে ঢুকে এমন অভিযান চালাতে পারল আমেরিকা। তবে এখানেই শেষ নয়, এবার আরও চাঞ্চল্য়কর দাবি উঠল আমেরিকার ভেনেজ়ুয়েলা অভিযান নিয়ে। অজানা কোনও অস্ত্র ব্যবহার করেছিল আমেরিকা? যার জেরে ভেনেজুয়েলার সেনারা কোনও প্রতিরোধই করতে পারেনি।

ভেনেজ়ুয়েলার সেনার তরফে দাবি করা হচ্ছে, মার্কিন সেনা শক্তিশালী কোনও অস্ত্র ব্যবহার করেছে, যা আগে কেউ কখনও দেখেনি। ওই অস্ত্র ব্যবহারের পরই জোরাল একটা শব্দের মতো শক্তি ধাক্কা মারে ভেনেজুয়েলার সেনাদের। শতাধিক সেনা উপস্থিত থাকলেও, হাতে গোনা মার্কিন সেনা ও তাদের ড্রোনের সামনে টিকতে পারেনি তারা। গোটা বিষয়টাই তাদের কাছে রহস্যজনক বলে ঠেকছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারিও এক্স হ্যান্ডেলে ভেনেজুয়েলা অভিযান নিয়ে পোস্ট শেয়ার করেন,  যেখানে বলা হয়েছে যে অত্যাধুনিক প্রযুক্তিতে ভেনেজুয়েলার র‌্যাডার কয়েক মিনিটেই বন্ধ হয়ে যায়, ড্রোন দিয়ে পুরো ঘিরে ফেলা হয় চত্বর। মার্কিন সেনার সামনে টিকতেই পারেনি ভেনেজুয়েলার সেনা।

নিউ ইয়র্ক পোস্টের রিপোর্টে দাবি করা হয়েছে, মাত্র আটটি হেলিকপ্টারে ২০ জন মার্কিন সেনা অভিযান চালিয়েছিল। তাও তারা ভেনেজুয়েলার সেনাদের হারিয়ে দেয়। মাদুরোর সেনাদের দাবি, আমেরিকা এমন কোনও অস্ত্র ব্যবহার করেছিল, যা আগে কেউ কখনও দেখেনি বা এর বিরুদ্ধে লড়াই করেনি। সেদিনের পুরো লড়াইটাই অসম ছিল, ভেনেজুয়েলার সেনা সংখ্যায় বেশি হলেও, আমেরিকার অস্ত্রশস্ত্রের গতি ও নিখুঁত নিশানার সামনে টিকতে পারেনি।

ওই পোস্টে বলা হয়েছে, “একটা সময়ে ওরা কিছু একটা লঞ্চ করল। আমি জানি না কীভাবে ব্যাখ্যা করব। যেন একটা শক্তিশালী সাউন্ড ওয়েভ ছিল। তারপরই মনে হল, আমার মাথা যেন ভিতর থেকে ফেটে যাচ্ছে। আমাদের সবার নাক থেকে রক্ত পড়তে শুরু করে। কারোর কারোর রক্তবমি হচ্ছিল। আমরা মাটিতে পড়ে গেলাম, উঠতে পারছিলাম না। সনিক ওয়েপন বা কিছু একটা ব্যবহার করা হয়েছিল, যার জেরে আমরা দাঁড়াতেও পারছিলাম না।”

ভেনেজুয়েলার সেনা এই দাবি করলেও, হোয়াইট হাউস এই বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে। তবে প্রাক্তন মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, আমেরিকার বাহিনীর কাছে এই ধরনের অস্ত্র রয়েছে। অনেকটা লেজার অস্ত্রের মতো।